X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে সু চির সঙ্গে কথা বলবেন মোগহেরিনি

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১৭:০১আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:১৯

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগহেরিনি বলেছেন,  রোহিঙ্গা সংকট সমাধানের পথ বের করতে তিনি মিয়ানমারে গিয়ে দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনা করবেন।

সু চি ও মোগহেরিনি। ফাইল ছবি

মোগহেরিনি এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে রবিবার (১৯ নভেম্বর) বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সোমবার তারা মিয়ানমার নেত্রী অং সান সুচির সঙ্গে দেখা করবেন। 

তিনি বলেন, প্রতিনিধি দলের দুই দিনের মিয়ানমার সফরে সরকার ও সু চির সঙ্গে সংকট সমাধানে আলোচনার সুযোগ পাওয়া যাবে। এক্ষেত্রে চাপ প্রয়োগ নয়, সব সময়ের মতো আমাদের চেষ্টা থাকবে আলোচনার সুযোগ তৈরি করা।

ইইউ কূটনীতিক জানান, রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতরা ভয়াবহ ঘটনার বিবরণ দিয়েছেন। বলেন, একজন মা হিসেবে এতো ছোট ছোট শিশুরা একে অপরের দেখাশোনা করার ঘটনাটি আমাকে বেশি আলোড়িত করেছে।

মোগহেরিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা করছে। আমরা আশাকরি তারা দীর্ঘমেয়াদি সমাধান করতে পারবে।

সোমবার মিয়ানমার পৌঁছেও সু চির সঙ্গে সংকট নিয়ে আলোচনার বিষয়ে আশাবাদী ছিলেন এই কূটনীতিক। এশিয়া ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, আমি এই আলোচনাকে খুব ইতিবাচক হিসেবে দেখছি।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা নিয়ে খুব আশাবাদী। আমি মনে করি বাংলাদেশ ও মিয়ানমার শরণার্থীদের (রোহিঙ্গা) প্রত্যাবাসনে একটি চুক্তি করতে পারবে।

এর আগে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, ‘চার পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন ও তারা খুব অবাক হয়েছেন। এর আগে তারা কখনও এত কম জায়গায় এত বেশি মানুষ দেখেননি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আসেম সম্মেলনে কথা বলবেন বলেও জানিয়েছেন তারা।’

উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ফাঁড়িতে হামলার পর সামরিক অভিযান জোরদার করে মিয়ানমার। এ অভিযানের পর ৬ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ এনেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা, রোহিঙ্গারা মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে বলে দাবি করেছে। মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা চলছে। সূত্র: র‍্যাপলার, এএফপি।

 

 

/আরএ/এএ/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করেছেন রোহিঙ্গারা, ৩২ জন আটক
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?