X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৭

বিতর্কিতভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। শনিবার তিনি পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে ও দলের একজন আইনপ্রণেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। সাত সপ্তাহ আগে প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা একাধিক বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে রাজপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

মাহিন্দা রাজাপাকসে

ছেলে নমল রাজাপাকসে শনিবার রয়টার্সকে জানান, শনিবার পদত্যাগের বিষয়ে বিশেষ বিবৃতিতে দেবেন তারা বাবা।

রাজাপাকসের দলের এক আইনপ্রণেতা শেহান সিমাসিংহ জানান, অল্প কিছুক্ষণ আগেই দলের সদস্যদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন মাহিন্দা।

এর আগে শুক্রবার এক টুইট বার্তায় নমল জানিয়েছিলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরে যাবেন তার বাবা। রাজাপাকসের সমর্থক আইনপ্রণেতা লক্ষণ থাপা আবেবর্ধনা বলেছিলেন, প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাজাপাকসে। এর ফলে প্রেসিডেন্ট সিরিসেনা নতুন সরকার নিয়োগ দিতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি। 

গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনা রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়। এরইমধ্যে পার্লামেন্টে দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হলেও ‘যথাযথ প্রক্রিয়া’ না মানার আপত্তিতে সেই ফলাফল মানতে অস্বীকার করেছেন সিরিসেনা।  এমন অচলাবস্থায় পরবর্তী বছরের বাজেট পাসও আটকে আছে।

গত ৯ নভেম্বর শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়ে ৫ জানুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট সিরিসেনা। তবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ওই ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেয়। আদালতের এই রায়ের ফলে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন ২০২০ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।

রাজাপাকসের পদত্যাগ করায় সাত সপ্তাহ ধরে চলা শ্রীলঙ্কার ক্ষমতা দখলের লড়াই শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, অচলাবস্থা কাটাতে চলতি সপ্তাহেই সিরিসেনা হয়তো বিক্রমাসিংহেকেই নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন।

 

/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড