X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হংকংয়ে চার মাসের বিক্ষোভে গ্রেফতার ৭৫০ শিশু

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ২১:৩৮আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৪০

হংকংয়ে টানা চার মাস ধরে চলমান বিক্ষোভে অন্তত ৭৫০ শিশুকে গ্রেফতার করা হয়েছে। হংকংয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ যখন আরও বৃদ্ধি পাচ্ছে তখন শিশুদের গ্রেফতারের তথ্য সেই তা আরও উসকে দিচ্ছে।

হংকংয়ে চার মাসের বিক্ষোভে গ্রেফতার ৭৫০ শিশু

৯ জুন থেকে সেখানে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের আশঙ্কা, ওই বিল অনুমোদন করা হলে ভিন্নমতাবলম্বীদের চীনের কাছে প্রত্যর্পণের সুযোগ সৃষ্টি হবে। লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে এক পর্যায়ে ওই বিলকে ‘মৃত’ এবং পরে বাতিল বলে ঘোষণা দেন হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যাম। তবে এতে আশ্বস্ত হতে না পেরে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানকার নাগরিকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে হংকংয়ের স্বাধীনতা, বৃহত্তর গণতন্ত্র ও চীনের নিযুক্ত নির্বাহী প্রধানের পদত্যাগের দাবি। চলমান আন্দোলনে গত সপ্তাহের শেষ দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ।

আধা-স্বায়ত্তশাসিত হংকংয়ের পুলিশ কর্মকর্তা ম্যাথিউ চিয়েউং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, জুন মাসে শুরু হওয়া এই বিক্ষোভে গ্রেফতার হওয়া ২ হাজার ৩৭৯ জনের মধ্যে ৭৫০ জনই শিশু। তাদের বয়স আঠারো বছরের কম। এদের মধ্যে ১০৪ জনের বয়স ১৬ বছরের কম।

পুলিশ কর্মকর্তা শিশুদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, আহত বা গ্রেফতার এড়াতে যেনও শিশুরা অবৈধ বা সহিংস কর্মকাণ্ডে না জড়ায়। এমন কিছু হলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে।

গ্রেফতারকৃতদের মধ্যে শিশুদের সংখ্যা এতো বেশি হওয়ায় স্থানীয় কমিউনিটিতে ক্ষোভের সঞ্চার করেছে। এক ব্যক্তি টুইটারে লিখেছেন, সর্বাগ্রাসী একনায়কতন্ত্র আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেবে, প্রতিরোধ করুন।

আরেক পরিচিত ব্লগার কং সাং-গ্যান লিখেছেন, সরকার বলছে এটা হৃদয়বিদারক। কিন্তু কেন তা বলছে না। তরুণরা জাগছে। তারা জানে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ভবিষ্যতের লড়ছে।

এর আগে মঙ্গলবার হংকংয়ের নেতা ক্যারি লাম জানান, গ্রেফতারকৃতদের ৪০ শতাংশের বয়স আঠারো বছরের কম এবং গত রবিবারে গ্রেফতার হওয়াদের মধ্যে ১০ শতাংশের বয়স পনের বছরের কম।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহের বিক্ষোভের সময় গ্রেফতার বা আহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেড়েছে।

 

/এএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে