X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জানুয়ারিতে শুরু হচ্ছে ভারতে করোনা ভ্যাকসিন কর্মসূচি

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ১০:৩২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৩

ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই পরিকল্পনার কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তারা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যাচ্ছে।

জানুয়ারিতে শুরু হচ্ছে ভারতে করোনা ভ্যাকসিন কর্মসূচি

বিবিসি’র খবরে বলা হয়েছে, দুটি কোম্পানি ভ্যাকসিন অনুমোদনের জন্য ইতোমধ্যে আবেদন করেছে। আরও ছয়টি ভ্যাকসিন ক্যান্ডিডেট ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। জানুয়ারিতে শুরু হয়ে আগস্টের শুরুতে ভ্যাকসিন কর্মসূচিতে ৩০০ মিলিয়ন মানুষকে তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটির কাছাকাছি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষের। সংক্রমণ শ্লথ হলেও ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার উদ্ভাবিত কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারে অনুমোদনের আবেদন করেছে। কোভিশিল্ড ব্রিটিশ ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার অংশীদারিত্বের ভিত্তিতে উদ্ভাবিত। আর কোভ্যাক্সিন উদ্ভাবনে সহযোগিতা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। অনুমোদনের আবেদন করতে পারে এমন আরও কয়েকটি ভ্যাকসিন ক্যান্ডিডেট ক্লিনিক্যাল ট্রায়ালে বিভিন্ন পর্যায়ে রয়েছে। এসব পরীক্ষায় ভ্যাকসিনটির নিরাপত্তা ও কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে।

জাইকভ-ডি নামের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন আহমেদাবাদভিত্তিক জাইডাস-কাডিলা। এমআইটি’র সঙ্গে সমন্বয়ে ভারতের প্রথম বেসরকারি টিকা উৎপাদক সংস্থা বায়োলজিক্যাল-ইও একটি ভ্যাকসিন তৈরি করছে।

পুনেভিত্তিক জেনোভা তৈরি করছে ভারতের প্রথম এমআরএনএ ভ্যাকসিন। এতে সহযোগিতা করছে সিয়াটলভিত্তিক এইচডিটি বায়োটেক কর্পোরেশন। ভারত বায়োটেক আরেকটি নাসাল ভ্যাকসিন নিয়েও কাজ করছে।

রাশিয়ার গামালেয়া ন্যাশনাল সেন্টার উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক ভি-এর ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে ভারতে।

আমেরিকার নোভাভ্যাক্স কোম্পানির সঙ্গে সেরাম ইন্সটিটিউট আরেকটি ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করছে।

আটটির মধ্যে চারটি ভ্যাকসিন ভারতের নিজেদের উদ্ভাবিত বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ওই কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন ভ্যাকসিন উদ্ভাবকদের কাছ থেকে কোটি ডোজ কেনার খবরের কথা অস্বীকার করেছেন।

তাদের কথায়, সরকার স্থানীয় ও আন্তর্জাতিক ভ্যাকসিন উৎপাদকদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদেরকে প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হচ্ছে যাতে করে তাদের উৎপাদন সামর্থ্য সম্পর্কে জানা যায়।

ভারতীয় কর্মকর্তারা জানান, জানুয়ারি থেকে আগস্টের শুরু পর্যন্ত প্রায় ৩০ কোটি ভারতীয়কে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে ১ কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। এরপরে দেওয়া হবে পুলিশ সদস্য, সেনা সদস্য, পৌরসভা ও ফ্রন্টলাইন কর্মীদের।

ওই কর্মকর্তারা আরও জানান, এরপর দেওয়া হবে পঞ্চাশোর্ধ ব্যক্তি যাদের স্বাস্থ্যজনিত জটিলতা ও কো-মরবিডিটিজ রয়েছে।

দেশটির ২ লাখ ২৩ হাজার নার্স ও ধাত্রীদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ভ্যাকসিন কর্মসূচিতে মানুষকে টিকা প্রদান করবেন। চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত নার্সিং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান জানানো হবে। ভ্যাকসিন মজুদ রাখার জন্য দেশটির ২৯ হাজার কোল্ড স্টোরেজ কাজে লাগানো হবে। কারণ তথাকথিত কোল্ড চেইন রক্ষার জন্য ভ্যাকসিন পরিবহন ও বিতরণ করতে হবে ২ ডিগ্রি ও ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা