X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে আবারও বন্ধ ইন্টারনেট

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৮
image

মিয়ানমারের নতুন সামরিক শাসক দ্বিতীয় রাতের মতো দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রেখেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক নেটব্লক জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় একটা থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। সেনা শাসকেরা ক্ষমতা দখলের পর এনিয়ে চতুর্থবারের মতো বন্ধ রাখা হলো ইন্টারনেট। অনলাইনে ভিন্নমত দমনের চেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টারনেট বন্ধ ছাড়াও অভ্যুত্থানের নেতাদের বিরোধিতা বন্ধে বেশ কিছু আইনি সংস্কার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে প্রতিদিনই জোরালো হচ্ছে বিক্ষোভ। অং সান সু চিসহ নির্বাচিত নেতাদের মুক্তি দেওয়ার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুলেছেন তারা। বিক্ষোভের বাইরে জান্তা সরকারের বিষফোঁড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে অভ্যুত্থানকারীদের প্রতি জনগণের প্রকাশ্য অবাধ্যতা। সামরিক শাসনের অবসান এবং বেসামরিক রাজনীতিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি পালন করছে হাজার হাজার সরকারি চাকরিজীবি।

নাগরিক অসহযোগ আন্দোলন সংগঠিত করার অন্যতম প্লাটফর্ম ফেসবুক। এই কারণে অভ্যুত্থানের পরেই ফেসবুকে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়া টুইটার ও ইন্সটাগ্রামের ব্যবহারও বিঘ্নিত হচ্ছে।

মিয়ানমারের অন্যতম বড় টেলিকম সেবাদাতা টেলিনর জানিয়েছে, প্রবেশ বন্ধ রাখা ওয়েবসাইটের তালিকা আর হালনাগাদ করা হবে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি বিভ্রান্তিকর ও অস্পষ্ট। আর তারা কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এদিকে মিয়ানমারের রাজপথগুলোতে সেনা উপস্থিতি ক্রমেই বাড়ছে। কৌশলগত বহু স্থানে পুলিশের জায়গা নিয়ে নিচ্ছে সেনা সদস্যরা। মূল শহর ইয়াঙ্গুনে ব্যস্ত সময়ে রাজপথে দ্রুত গতিতে চলাচল করেছে আট চাকার সামরিক গাড়ি। তবে এসব গাড়ির চারপাশে থাকা গাড়ি থেকে হর্ন বাজিয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে ক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভকারীদের মূল মনোযোগ কেন্দ্রীয় ব্যাংক ভবন, যুক্তরাষ্ট্র ও চীনা দূতাবাস এবং সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সদর দফতর।

সোমবার মান্দালয় শহরে বিক্ষোভকারীরা আবারও জড়ো হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেছে। তবে তা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা গেছে।

/জেজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড