X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নির্বিচারি হয়ে উঠেছে মিয়ানমারের পুলিশ

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫২
image

জাতিসংঘে জান্তা সরকারের বিরুদ্ধে মিয়ানমারের দূত সরব হয়ে ওঠার পর দেশটির সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ঠেকাতে নির্বিচারি হয়ে উঠেছে পুলিশ। শনিবার বিক্ষোভকারীরা সমবেত হওয়ার আগেই কয়েকটি জায়গার দখল নিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমবেত হওয়ার চেষ্টা করলেই গ্রেফতার করা হচ্ছে বিক্ষোভকারীদের। লাঠিপেটা, রাবার বুলেট ছুঁড়ে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে তাদের। আটক করা হয়েছে বেশ কয়েক জন সংবাদকর্মীকেও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নিতে শুক্রবার জাতিসংঘকে আহ্বান জানান ওই সংস্থায় নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন। তিনি দেশটির জনগণের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া মিয়ানমার প্রশ্নে জাতিসংঘের এক বিশেষ বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে অভ্যুত্থানের নিন্দা জানিয়ে প্রকাশ্যে বিবৃতিতে দেওয়ার তাগিদ দেন তিনি। 

জাতিসংঘে রাষ্ট্রধূতের ওই ভূমিকার পর বিক্ষোভ ঠেকাতে মরিয়া হয়ে ওঠে মিয়ানমারের পুলিশ। প্রধান শহর ইয়াঙ্গুনসহ যেসব স্থানে সাধারণত বিক্ষোভকারীরা সমবেত হয়ে থাকেন শনিবার সকাল থেকেই সেসব স্থানের দখল নিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সমবেত হওয়ার চেষ্টা করলেই বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে।

তারপরও রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভ শুরু করে নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের একটি গ্রুপ। দিন গড়াতে থাকলে তাদের সংখ্যাও বাড়তে থাকে। অভ্যুত্থানবিরোধী গান গেয়ে বিভিন্ন পার্শ্বসড়কে মিছিল শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি বর্ষণ করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ আরও বেশ কয়েকটি শহরেও একই ধরনের দৃশ্য দেখা গেছে। মধ্যাঞ্চলের শহর মনওয়ার এক বিক্ষোভকারী জানান, বিক্ষুব্ধদের ঘিরে রেখে তাদের ওপর জল কামান প্রয়োগ করা হয়েছে। আয় আয় টিন্ট নামের বিক্ষোভকারী বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর জল কামান ব্যবহার করা হয়েছে- মানুষের সঙ্গে এরকম আচরণ তারা করতে পারে না।’ মান্দালয়ে আটক করা বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন অং সান সু চির দল এনএলডি থেকে নির্বাচিত দুই মুসলিম আইনপ্রণেতার এক জন উইন মিয়া মিয়া।

ক্ষমতা দখলকারী সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, বিক্ষোভকারীদের ওপর সর্বনিম্ন বলপ্রয়োগ করছে কর্তৃপক্ষ। তারপরও এখন পর্যন্ত অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়েছে। সেনা কর্তৃপক্ষের দাবি এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ