X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ‘ন্যায়বিচারের আশ্বাস’ মিয়ানমার জান্তাবিরোধী নেতার

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২১, ২২:৩১আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৩১

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বেসামরিক সরকারের আমলে নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ন্যায়বিচারের আশ্বাস দিলেন সামরিক সরকারবিরোধী একটি গোষ্ঠীর এক নেতা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশ্বাসের কথা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডা. সাসা নামে প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছে, সামরিক সরকারের হাতে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীও নিপীড়নের শিকার হয়েছে। তারা রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করবেন।

ওই পোস্টে বলা হয়, মিয়ানমারের মহান ও বীর জনগণের বিরুদ্ধে সামরিক জেনারেলরা যে যুদ্ধাপরাধ, নৃশংসতা ও  মানবতাবিরোধী অপরাধ করেছে সেগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হবেন না।

পেশা চিকিৎসক ও সাসা নামে পরিচয় দেওয়া এই নেতা যে গোষ্ঠীর হয়ে কথা বলেছেন সেটিতে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানে উৎখাত হওয়া বেসামরিক সরকারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। তার বিরুদ্ধে সেনাবাহিনী ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এবং তিনি আত্মগোপনে রয়েছেন।

২০১৭ সালে সেনাবাহিনীর অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ তদন্তকারীরা বলেছেন, গণহত্যার অভীপ্সা নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু ওই সময়কার বেসামরিক সরকারের নেতা ও দেশটির গনতন্ত্রের আইকন অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকার সেনাবাহিনীকে সমর্থন দিয়েছেন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করেছেন। হগে অবস্থিত আন্তর্জাতিক আদালতেও রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানে আগে সেনাবাহিনী তাকে বন্দি করেছে।

অভ্যুত্থানের পর হতেই রাজপথে বিক্ষোভ করছেন জান্তাবিরোধীরা। দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের অ্যাক্টিভিস্ট গোষ্ঠী জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্তত অন্তত ২৭৫ জন জন নিহত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী