X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

নেপালের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২১, ১৬:৩০আপডেট : ১৩ জুন ২০২১, ২১:৩৪

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে তাকে হত্যার হুমকি দিয়েছেন দেশটির এক বিরোধীদলীয় প্রাদেশিক আইনপ্রণেতা। হুমকিদাতা নেতা হলেন বাগমাতি প্রদেশের নেপালি কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত আইনপ্রণেতা নরোত্তম বৈদ্য। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এক বৈঠকে নরোত্তম বলেছেন, ওলির সরকার সবকিছুতেই আপস করছে। ফলে জাতিকে বাঁচাতে নথুরাম গডসের মতো একজন আততায়ী প্রয়োজন। উল্লেখ্য, নথুরাম গডসে ভারতের মহাত্মা গান্ধীর হত্যাকারী।

প্রাদেশিক পরিষদের বৈঠকে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ওলি সব ইস্যুতে সমঝোতা ও চুক্তি করে ক্ষমতায় থাকতে চাইছেন। ওলিকে যদি এমনভাবে স্বাধীন রাখা হয় তাহলে দেশ ভেঙে পড়ছে। তাই, জাতিকে বাঁচাতে নথুরাম গডসের মতো আততায়ীর প্রয়োজন।

নরোত্তম বৈদ্যের এই বক্তব্যের সমালোচনা করেছে নেপালি কংগ্রেস থেকে শুরু করে দেশটির সব রাজনৈতিক দল।

নেপালি কংগ্রেসের এক সিনিয়র নেতা জানান, দল থেকে এরইমধ্যে নরোত্তমকে তার বক্তব্য প্রত্যাহার ও প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, এটি ছিল আবেগজনিত ভুল। তার এমনটি বলা উচিত হয়নি। এটি উদ্দেশ্যপ্রণোদিত নয়। ওই নেতা হয়তো ভেবেছিলেন সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ওলি অনেক বেশি কিছু করছেন। এই বিতর্কিত মন্তব্যের জন্য ওই নেতার সমালোচনা করেছি আমি।

তিনি আরও জানান, নরোত্তম ক্ষমা চাইবেন তাই কোনও দলের পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজনীয়তা নেই।

সিপিএন-ইউএমএল নেতা প্রদীপ গায়ওয়ালি এক বিবৃতিতে বলেছেন, বাগমাতি প্রাদেশিক পরিষদের সদস্যের বক্তব্যটি চরম আপত্তিজনক। আমাদের দল ফৌজদারি পদক্ষেপ চায়।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
সর্বশেষ খবর
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি