X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অ্যাস্ট্রাজেনেকার ফ্রি টিকা প্রত্যাখান উত্তর কোরিয়ার, আগ্রহ নেই চীনেও

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ২৩:৩১আপডেট : ০৯ জুলাই ২০২১, ২৩:৩১

উত্তর কোরিয়া অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের একটি চালান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। একই সঙ্গে দেশটি চীনা টিকাতেও আগ্রহী নয়। দক্ষিণ কোরিয়ার একটি থিংকট্যাংক এই তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স উত্তর কোরিয়াকে প্রায় ২০ লাখ ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরীয় থিংকট্যাংক ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি (আইএনএসএস) জানিয়েছে, কোভ্যাক্স উদ্যোগ থেকে প্রথম দফা করোনা টিকা মে মাসে উত্তর কোরিয়া পৌঁছার কথাছিল। কিন্তু দীর্ঘায়িত আলোচনার জন্য এই চালান বিলম্বিত হয়।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে সরকারিভাবে এখনও করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের কথা জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা এমন দাবির বিষয়ে সন্দিহান।

আইএনএসএস দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত। তারা এক প্রতিবেদনে বলেছে, পিয়ংইয়ং অ্যাস্ট্রাজেনেকার ফ্রি টিকা নিরাপত্তার আশঙ্কায় প্রত্যাখ্যান করেছেন। অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও কার্যকারিতা নিয়ে উদ্বেগের জন্য চীনা টিকাতেও দেশটির আগ্রহ নেই।

জানা গেছে, রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকায় আগ্রহ দেখাচ্ছে কিম জং উনের কোরিয়া। তাদের প্রত্যাশা রাশিয়ার কাছ থেকে বিনামূল্যে টিকা পাওয়া যেতে পারে।

আইএনএসস-এর কৌশলগত গবেষণার পরিচালক লি সাং-কিউন বলেন, রাশিয়ার টিকার প্রতি ঝুঁকছে উত্তর কোরিয়া। যদিও এখন পর্যন্ত কোনও চুক্তি হয়নি।

কোভ্যাক্স উদ্যোগ পরিচালনায় জড়িত গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন্স অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি)-এর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, করোনা মোকাবিলায় আমরা উত্তর কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাব। যেমনটি আমরা সেবাদেই এমন সব দেশের সঙ্গে করে যাচ্ছি।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?