X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঈদে ‘রক্ষণাত্মক’ অবস্থানে তালেবান

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ১৭:০৬আপডেট : ২১ জুলাই ২০২১, ১৭:৩৯

আফগানিস্তানে ঈদুল আজহার ছুটির সময়ে শুধু নিজেদের রক্ষার জন্য লড়াই করবে বলে জানিয়েছে তালেবান। বুধবার তারা এ কথা জানালেও আনুষ্ঠানিক অস্ত্রবিরতির ঘোষণা দেয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেশিরভাগ মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের সুযোগ আফগানিস্তানজুড়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে তালেবান। বেশ কিছু জেলা ও সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

তালেবানের এক মুখপাত্র বিস্তারিত না জানিয়ে এএফপিকে বলেন, আমি নিশ্চিত করছি ঈদের সময় আমরা রক্ষণাত্মক অবস্থানে আছি।

মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আজহা। আফগানিস্তানে সোমবার ঈদ উদযাপন শুরু হয়েছে, চলবে শুক্রবার পর্যন্ত।

অতীতেও তালেবান সংক্ষিপ্ত একাধিক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে ইসলামি ছুটির দিনগুলোতে। তবে এসব অস্থায়ী অস্ত্রবিরতির সময় নিজেদের রসদ ও যোদ্ধাদের পুনর্গঠিত করে চুক্তির মেয়াদ শেষে আফগান বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর অভিযোগ রয়েছে।

শান্তির জন্য তালেবানের কোনও ইচ্ছা ও আগ্রহ নেই বলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মন্তব্যের পর তালেবান রক্ষণাত্মক অবস্থানের কথা জানালো।

তার এই ভাষণের কয়েক মিনিট আগে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে তিনটি রকেট আঘাত করে। এখানে ঘানিসহ শীর্ষ কর্মকর্তারা ঈদের নামাজ পড়ছিলেন। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

আদর্শগত ভিন্নতা ও ছোট গোষ্ঠী আইএসের বিরুদ্ধে তালেবানের বিকল্প হিসেবে অতীতে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। বিশেষ করে বেসামরিক সরকারের কর্মীদের লক্ষ্য করে পরিচালিত হামলার মাধ্যমে।

আফগানিস্তানে নিযুক্ত এক ডজনের বেশি কূটনৈতিক মিশনের পক্ষ থেকে অবিলম্বে তালেবানের নির্মম সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। রবিবার কাতারের দোহায় আফগান সরকার ও তালেবানের আরেক দফা শান্তি আলোচনা কোনও সমাধান ছাড়াই শেষ হওয়ার পর এই আহ্বান জানানো হয়।

দোহায় শান্তি আলোচনা চলাকালে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘রাজনৈতিক সমাধানে ভীষণ আগ্রহী’। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা