X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ডেল্টা সংক্রমণে বিপর্যস্ত মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া
৩১ জুলাই ২০২১, ১৭:০৮আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৭:৪৮

দক্ষিণপূর্ব এশিয়ার অন্য অনেক দেশের মতোই ডেল্টা সংক্রমণে বিপর্যস্ত হচ্ছে মালয়েশিয়া। মহামারির সবচেয়ে ভয়াবহ ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।

বর্তমানে সেখানে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী। দৈনিক ১৭ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হচ্ছে। এ নিয়ে ১১ লাখ ১৩ হাজার ২৭২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। কেবল ৩১ জুলাই শনিবারেই সরকারি হিসাবে মারা গেছেন ১৬৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ৯ হাজার ২৪ জন মারা গেছেন। ডেল্টা সংক্রমণে বিপর্যস্ত মালয়েশিয়া

বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার হার অনেক কম হওয়ায় প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি। হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ছে। রোগীরা সিট না পেয়ে চেয়ারে বসে আছে। অনেকে অক্সিজেন সিলিন্ডার শেয়ার করে ব্যবহার করছে।

হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি যাদের ভর্তি করা হচ্ছে, তারা যে শয্যা পাবেন এমন নিশ্চয়তা নেই। এ পরিস্থিতিতে গত ২৬ জুলাই দেশটির কয়েক হাজার জুনিয়র চিকিৎসক হাসপাতাল থেকে ওয়াকআউট করেন। চাকরি স্থায়ীকরণ এবং অবস্থার উন্নয়নের দাবি জানান তারা। ডেল্টা সংক্রমণে বিপর্যস্ত মালয়েশিয়া

হাসপাতালের মর্গে দাবানাহীন লাশের কারণে বাড়ছে লাশের দীর্ঘ সারি। একজন উচ্চপদস্থ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘বিদেশি নাগরিকদের মৃতদেহগুলির ক্ষেত্রেও আমরা সমস্যার মুখোমুখি হচ্ছি, কারণ সেখানে দূতাবাস রয়েছে যা পুরনো পদ্ধতির সঙ্গে লেগে থাকে যখন দেহাবশেষ দাবি করা হয়। ফলস্বরূপ, কিছু দূতাবাস থেকে রিলিজ লেটার পাওয়ার আগে, এন্ডারটেকারদের একটি নির্দিষ্ট সময়ের জন্য গড়ে এক সপ্তাহ অপেক্ষা করতে হয়। বর্তমানে এই বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে। কেননা, এখন আন্তর্জাতিক বিমান খুব কম রয়েছে। ফলে মরদেহগুলো তাদের মাতৃভূমিতে ফেরার জন্য অপেক্ষমান রয়েছে। ডেল্টা সংক্রমণে বিপর্যস্ত মালয়েশিয়া

অন্যদিকে, কোভিডে মারা যাওয়াদের দাফন ও অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন করা কর্মীরা সাংবাদিকদের বলেছেন, লাশ দাফনের জন্য তাদের কাছে অসংখ্য অনুরোধ আসছে। দাফন ও শ্মশানকে ত্বরান্বিত করতে নীতি পরিবর্তনের আশা করছেন কর্মকর্তারা।

এদিকে ভাইরাস প্রতিরোধে টিকার প্রতি জোর দিয়েছে দেশটি। ৩১ জুলাই শনিবার পর্যন্ত উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন দুই কোটি ১৪ হাজার ৫৪৯ জন। ২ আগস্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই করোনা সেন্টারে গিয়ে টিকা নেওয়া যাবে। সে দেশের নাগরিকদের পাশাপাশি দেশটিতে থাকা বিদেশি বৈধ বা অবৈধ সবাই সরাসরি সেন্টারে গিয়ে ফ্রিতে ভ্যাকসিন নিতে পারবেন। তবে এ সুযোগ আপাতত কুয়ালালামপুর এবং সেলাংগর প্রদেশের জন্য প্রযোজ্য। শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি (ভ্যাকসিন) মন্ত্রী খায়রি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত