X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমার জান্তার বিরুদ্ধে রাজপথে গণতন্ত্রপন্থী বৌদ্ধ ভিক্ষুরা

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছেন গণতন্ত্রপন্থী বৌদ্ধ ভিক্ষুরা। শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে মিছিল করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ফেব্রুয়ারিতে অং সান সু চি’র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাতের মধ্য দিয়ে সামরিক সরকার গঠনের পর থেকেই মিয়ানমারে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে শক্তি ও গুলি প্রদর্শনের অভিযোগে আন্তর্জাতিকভাবে নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে জান্তা সরকার।

ঐতিহাসিকভাবে বৌদ্ধ ভিক্ষুদের দেশটির সর্বোচ্চ নৈতিক কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয় মিয়ানমারে। অতীতে সামরিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়কে সংগঠিত করেছে তারা। কিন্তু এবার এই ধারায় ফাটল ধরেছে। কয়েকজন শীর্ষস্থানীয় ভিক্ষু জেনারেলদের আশীর্বাদ দিয়েছেন। বাকিরা বিক্ষোভকারীদের সমর্থন করছেন।

শনিবার বেশ কয়েকজন ভিক্ষু তাদের কমলা ও লালচে রঙের পোশাক পরে মান্দালয়ে মিছিল করেন। এসময় তারা বিভিন্ন পতাকা, ব্যানার প্রদর্শন করেন। সামরিক সরকার কর্তৃক বন্দি বেসামরিক নেতা সু চি’র মুক্তির দাবিতেও স্লোগান দেন তারা।

এক নেতা বলেন, সত্য ও জনগণের পক্ষে দাঁড়াতে ভালোবাসে ভিক্ষুরা।

কয়েকজন ভিক্ষু বাটি হাতে মিছিলে অংশ গ্রহণ করেন। সাধারণত মানুষের কাছ থেকে দান হিসেবে খাবার সংগ্রহ করা হয় এসব বাটি দিয়ে। এর মাধ্যমে প্রতীকীভাবে জান্তা সরকারকে প্রত্যাখ্যান করা হয়েছে।

৩৫ বছর বয়সী এক ভিক্ষু বলেন, যে কোনও মুহূর্তে গ্রেফতার বা গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি আমাদের নিতে হবে। আমরা নিজেদের ধর্মালয়ে বাস করতে এখন আর নিরাপদ না।

২০০৭ সালে মিয়ানমারজুড়ে তৎকালীন সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল বৌদ্ধ ভিক্ষুরা। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
সংসদীয় কমিটিতে প্রতিবেদনটেকনাফ সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে পারে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ