X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সু চির সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে: মিয়ানমার সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০২১, ১৭:৩৯আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭:৩৯

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির সঙ্গে কর্তৃপক্ষ ভালো আচরণ করছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন একথা জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হওয়ার পর অং সান সু চিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ১১ বছরের কারাদণ্ড পাওয়া মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটার মুক্তি পাওয়ার পর মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সেনা মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন। অভ্যুত্থানের পর থেকে আরও বহু সাংবাদিক এবং হাজার হাজার মানুষ কারাবন্দি রয়েছে।

মেজর জেনারেল জাও মিন তুন বলেন, আটক অবস্থায় ভালো রয়েছেন সু চি। তিনি বলেন, ‘আমি বলতে চাই আমরা তাকে নিজের লোকের সঙ্গে একটি বাড়িতে থাকতে দিয়েছি, যদিও তিনি গৃহবন্দি রয়েছেন। আমরা তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, তিনি যা চাইছেন তাই খেতে দিচ্ছি।’

সু চির বিরুদ্ধে উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া দুর্নীতি এবং অবৈধ ওয়াকি-টকি রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে সু চির বিরুদ্ধে নতুন করে নির্বাচ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালের নির্বাচন ঘিরে এই অভিযোগ আনা হয়েছে। ওই নির্বাচনে বিপুল জয় পান সু চি।

অভ্যুত্থানের পর অং সান সু চিকে আদালতে দেখা গেলেও তার কাছ থেকে কিছু শোনা যায়নি। তার মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত মাসে মিয়ানমার সরকার জানায় অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করায় আটক হওয়া পাঁচ হাজার ব্যক্তিকে মুক্তি দেবে তারা। মিয়ানমারের একটি মানবাধিকার গ্রুপের হিসেব অনুযায়ী অভ্যুত্থানের পর অন্তত সাত হাজার ২৯১ জনকে গ্রেফতার, অভিযুক্ত কিংবা কারাদণ্ড দেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি