X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহার করলে আইএমএফ তহবিল পাবে পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১৯:৩০আপডেট : ২৬ মে ২০২২, ২৩:১৩

পাকিস্তান ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৯০০ মিলিয়ন ডলারের তহবিল নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত করার দিকে এগিয়ে গেছে। তবে এক্ষেত্রে আইএমএফের শর্ত হলো, জ্বালানিতে দেওয়া ভর্তুকি পাকিস্তানকে প্রত্যাহার করতে হবে। কাতারে অনুষ্ঠিত আলোচনায় সরাসরি সম্পৃক্ত থাকা এক পাকিস্তানি সূত্র নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

কাতারের রাজধানী দোহায় তহবিল কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হয়েছে বুধবার। আইএমএফ-এর এক কর্মকর্তা বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু তিনি পাকিস্তানের জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

দোহায় আলোচনা শেষ হওয়ার পর এক খুদে বার্তায় পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানায়, আমরা যখন জ্বালানির মূল্য বৃদ্ধি করবো তখন চুক্তি চূড়ান্ত হবে। চুক্তির আউটলাইন নিয়ে আমরা কাজ করেছি।

রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে পাকিস্তানে নিযুক্ত আইএমএফ প্রতিনিধি কোনও সাড়া দেননি।

২০১৯ সালে আইএমএফ-এর সঙ্গে তিন বছর মেয়াদি ৬ বিলিয়ন ডলারের একটি চুক্তি করে পাকিস্তান। কিন্তু এই তহবিলের প্রায় অর্ধেক এখনও দেশটি পায়নি।  

আইএমএফ-এর সফল পর্যালোচনা শেষে এই তহবিলের ৯০০ মিলিয়ন ডলার অর্থ ছাড় দেওয়া হতে পারে। সফল পর্যালোচনা নগদ সংকটে থাকা পাকিস্তানের জন্য তহবিল সংগ্রহের আরও কিছু সুযোগ তৈরি করবে। দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ দিয়ে দুই মাসের কম সময় আমদানি মূল্য পরিশোধ করা যাবে। তবে এই পর্যালোচনা কবে হবে তা অনিশ্চিত।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চাপে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান জ্বালানিতে ভর্তুকি ঘোষণা করেছিলেন। বুধবার আইএমএফ জানিয়েছে, ওই পদক্ষেপ ছিল ২০১৯ সালের চুক্তি থেকে সরে যাওয়া।

এপ্রিলে পাকিস্তানে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তারা জ্বালানির ভর্তুকি প্রত্যাহার করতে চায়। সূত্র জানায়, অর্থ বিষয়ক কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে তারা প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে শিগগির জ্বালানির মূল্য বৃদ্ধিতে রাজি করাতে পারবেন।

জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহারে নতুন জোট সরকারকে রাজনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে। ১৬ মাস পর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন