X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের শান্তি পরিকল্পনায় অগ্রগতি আনেনি আসিয়ান: ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৩, ১৬:০৩আপডেট : ১১ মে ২০২৩, ১৬:০৪

মিয়ানমারে রক্তপাত বন্ধে আসিয়ানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ নেই বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার এ কথা বলেন উইডোডো।

ইন্দোনেশিয়ার দ্বীপ ফ্লোরসে দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থার (আসিয়ান) তিন দিনের বৈঠকে জান্তা শাসিত মিয়ানমারে ক্রমবর্ধমান সহিংসতার বিষয়টি প্রাধান্য পায়।

আঞ্চলিক ব্লকটি সংকট সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিলেও দুই বছর আগে মিয়ানমারের সঙ্গে সম্মত হওয়া পাঁচ-দফা পরিকল্পনা প্রণয়ন করতে পারেনি।

অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সামরিক বাহিনী ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন শুরু করে। এতে হাজার হাজার মানুষকে নিহত হয়েছেন। অন্যদিকে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠায় লড়াই তীব্র হচ্ছে।

লাবুয়ান বাজো শহরে আলোচনার শেষ দিনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো স্বীকার করেছেন, তারা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ‘কোনও উল্লেখযোগ্য অগ্রগতি’ আনতে পারেনি।

উইডোডো বলেন, ‘আমাদের সামনের পথ নির্ধারণের জন্য আসিয়ানের ঐক্য দরকার’।

শীর্ষ সম্মেলনে আসিয়ান সদস্যদের মধ্যে বিভক্তি সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে বলে মনে হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দেশ জান্তাকে আসিয়ান বৈঠকে আমন্ত্রণ জানাতে চেয়েছিল। কারণ তারা মনে করছে ‘বিচ্ছিন্নতার সময়’ মিয়ানমার নিজেকে অনেকটাই শুধরে গেছে।

মিয়ানমার এখনও ১০-সদস্যের আসিয়ান ব্লকের সদস্য। তবে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে জান্তার ব্যর্থতার কারণে দেশটির শীর্ষ সম্মেলনে উপস্থিত হওয়াকে বাধাগ্রস্ত করেছে।

জান্তা সরকার অবশ্য শুরু থেকেই আন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে। বিরোধীদের ওপর নিপীড়নের বিষয়টিও তারা অস্বীকার করেছে।

তবে গত মাসে বিদ্রোহী অধ্যুষিত একটি গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১০৭ জন নিহত হলে, বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির ভাবমূর্তি আরও খারাপ হয়েছে।  

এ বছর আশা করা হচ্ছিল যে আসিয়ানের সদস্যরা কূটনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে মিয়ানমারকে একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ দেবে।

জাকার্তার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের লিনা আলেকজান্দ্রা বলেন, ‘আপনি যখন দেখবেন আপনার পাশের প্রতিবেশীর বাড়ি জ্বলছে, তখন আপনি কী করবেন? এটা আমার সমস্যা নয় বলে আপনি চুপ থাকবেন?

সূত্র: আরব নিউজ 

 

/এসপি/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙা মোদির এনডিএ ও বিরোধীরা
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বশেষ খবর
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ