X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাকিস্তান প্রসঙ্গে যা জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ১১:১০আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:১৭

পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনের আগে খুব একটা স্বস্তিতে নেই দেশটির সাধারণ মানুষ। ইমরান খানের দল পিটিআইয়ের সঙ্গে সরকার এবং সেনাবাহিনীর দ্বন্দ্বে দেশটিতে অস্থিরতা গত কয়েক মাস ধরে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, পাকিস্তানের জনগণ দ্বারা নির্বাচিত যে কোনও সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে ইসলামাবাদ ও ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সংবাদ সম্মেলনে প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এলিজাবেথ হর্স্ট বলেছেন, ‘কোনও রাজনৈতিক প্রার্থী বা দলের বিষয়ে আমাদের আলাদা কোনও অবস্থান নেই।’

তিনি জানান, গণতান্ত্রিক নীতি, বাক স্বাধীনতা এবং আইনের শাসনের অবাধ সমর্থন করে যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসন দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান এলিজাবেথ।

এদিকে নির্বাচনের আগে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তবে এ বিষয়ে চূড়ান্ত তারিখের কথা এখনও জানায়নি দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরাঙ্গজেব। সব দলের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সাধারণ নির্বাচন এ বছর অক্টোবরে যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে গত সপ্তাহে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার সরকার আগামী মাসে ভেঙে যাবে।

পাকিস্তানের পার্লামেন্টের দ্বিকক্ষবিশিষ্ট। সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে ১৩ আগস্ট।

২০১৮ সালের ১৮ আগস্ট হওয়া নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে পাকিস্তানের রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখে ইমরানও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান। কয়েকটি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে বিচারকাজ চলছে। বর্তমানে লাহোরের নিজ বাসভবন জামান পার্কে অনেকটা অবরুদ্ধ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান।

সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা