X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কোরীয় যুদ্ধের ৭০তম বার্ষিকী: উ. কোরিয়ায় রুশ ও চীনা প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ১০:৪১আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:৪৮

করোনা মহামারীর পর প্রথমবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে মস্কোর একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। কোরীয় যুদ্ধ অবসানের ৭০তম বার্ষিকীর কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি হংঝংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলও দেশটিতে অবস্থান করছে।

উ. কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় শোইগুর নেতৃত্বে তার প্রতিনিধি দল পিয়ংইয়ংয়ে পৌঁছায়। রুশ প্রতিরক্ষামন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কোরিয়ার সামরিক কর্তারা। শোইগু বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।

দুই দেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৭ জুলাই) পিয়ংইয়ংয়ে বিজয় দিবসের ৭০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবে। বড় ধরনের সামরিক কুচকাওয়াজের পাশাপাশি অস্ত্র প্রদর্শন হবে।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিম জং উনের প্রশাসন বড় আকারের সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিয়েছে। এ বছর মিত্র অনেক বিদেশি অতিথি অংশ নিতে পারেন। করোনা মহামারীর কারণে বিদেশিদের প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ ছিল। এ বছর বিধিনিষিধে শিথিলতা এনেছে পিয়ংইয়ং। করোনা ভাইরাসে দেশটির বহু মানুষের প্রাণহানি হয়েছেন। এ নিয়ে কখনও স্পষ্ট করেনি সরকার।

সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ৭০তম বিজয় দিবসকে কেন্দ্র করে সামরিক মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারে উত্তর কোরিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানসহ পশ্চিমা শক্তিগুলোকে বার্তা দিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা আরও বাড়িয়েছে এশিয়ার দেশটি।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়াকে গোপনে সামরিক সহায়তা দিয়েছে বলে অভিযোগ রয়েছে কিম জং উন সরকারের বিরুদ্ধে। যদিও কখনও স্বীকার করেনি তার প্রশাসন। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এলকে/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বশেষ খবর
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ