X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে তুমুল সংঘর্ষের মধ্যে সিটওয়েতে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩, ১১:২৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:৪৮

মিয়ানমারের সিটওয়ে শহরে কারফিউ জারি করেছে জান্তা সরকার। মিয়ানমার সেনাবাহিনী  ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে কয়েকদফা সংঘর্ষের পর সরকারি নথি ও সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে জান্তা সরকার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। 

মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের সিটওয়ের বাসিন্দাদের স্থানীয় সময় রাত ৯টার পর তাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর ব্যবসায় প্রতিষ্ঠান অর্থাৎ দোকানপাট অবশ্যই রাত ৮টা ৩০ এর মধ্যে বন্ধ করতে হবে। স্থানীয় প্রশাসন কতৃক সোমবার (১৩ নভেম্বর) থেকে এ নিয়ম জারি করেছে। স্থানীয় সংবাদমাধ্যম নারিঞ্জারা নিউজ এবং ওয়েস্টার্ন নিউজ এ খবর নিশ্চিত করেছে। 

তবে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্র এ কারফিউ নিয়ে কোন মন্তব্য করেনি।

সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবারও দেশটির নিরাপত্তা বাহিনীর চৌকিতে একাধিক হামলা চালিয়েছে সংখ্যালঘু বিদ্রোহীরা। এতে হাজার হাজার মানুষ সীমানা পেরিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়ছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।  
২০২১ সালে ক্ষমতায় আসর পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার সম্প্রতি চরম সংকটের মুখোমুখি হচ্ছে।

এদিকে গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনীর প্রধান বলেছেন, বিদ্রোহীরা হামলা মোকাবিলায় ব্যর্থ হওয়ায় মিয়ানমার ভেঙে যাওয়ার ঝুঁকিতে আছে।

অন্যদিকে রাখাইন রাজ্যের বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রামে লিপ্ত আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বলেছেন, রাথেডাউং ও মিনবিয়া এলাকায় দুটি ফাঁড়ির দখল নিয়েছে তাদের যোদ্ধারা। তিনি বলেন, আমরা কয়েকটি ফাঁড়ি দখল করেছি। অন্যত্র লড়াই চলছে।

গত ২৭ অক্টোবর চীনের সীমান্তে উত্তর-পূর্বে শান রাজ্যে সমন্বিত জান্তা-বিরোধী আক্রমণ শুরু হয়েছিল। সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো বেশ কয়েকটি শহর এবং ১০০ টিরও বেশি সামরিক পোস্ট দখল করেছে৷ উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতে, জান্তা সরকার শান রাজ্যে কারফিউ জারি করেছিল।

/এসএসএস/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড