X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এক ভবনে একই পরিবারের ১৯৯ সদস্যের বাস

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২০:০০

বিশ্বের সবচেয়ে বড় পরিবার হিসেবে পরিচিত ভারতের মিজোরাম রাজ্যের একটি পরিবারের ১৯৯ জন সদস্য একসঙ্গে বসবাস করে। তাও আবার একই ভবনে। ৫ তলা ওই ভবনটির একশটি রুমে দীর্ঘদিন ধরে মিলেমিশেই বসবাস করে আসছেন তারা। আধুনিক যুগে এমন আশ্চর্য মেল-বন্ধনের যৌথ পরিবার বিরল। পরিবারটি দেখতে কৌতুহলী দেশি-বিদেশি পর্যটকরা সেখানে ভিড় জমান। মঙ্গলবার (১৪ নভেম্বর) এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বাকতাওয়াং গ্রামে আশ্চর্য এই পরিবারের বাস। গ্রামের একটি পাঁচ তলা ভবনে একসঙ্গে থাকেন সবাই। ভবনটিতে একশটি কক্ষ রয়েছে। সেখানেই পরিবারে সবাই মিলেমিশে থাকেন।  

এই পরিবার কাঠামোর প্রতিষ্ঠাতা জিওনা চানা। জীবদ্দশায় তিনি মোট ৩৮টি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেন ১৭ বছর বয়সে। কথিত আছে, এক বছরেই তিনি নাকি ১০টি বিয়ে করেছিলেন।

তার এ সংসারে ছেলে-মেয়ের সংখ্যা ৮৯ জন। এদের সবারই স্বামী-স্ত্রী রয়েছে। সেই সূত্রে, এই পরিবারে তার নাতি-নাতনি রয়েছে ৩৬ জন। তাদের সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসেন তিনি। পরিবারের সদস্যরা যখন দিনে দুবার একসঙ্গে খেতে বসেন, তখন বাড়িটিকে একটি ব্যস্ত ক্যানটিন বা হোটেলের ডাইনিং বললেও ভুল হবে না।

ছবির সবাই একই পরিবারের সদস্য। ছবি: জোরামথাঙ্গাসিএম/এনডিটিভি

বিশাল এই পরিবার নিয়ে বেশ খুশি ছিলেন জিওনা। ২০১১ সালের বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওনা বলেছিলেন, পরিবারটিকে আরও বড় করতে চান তিনি। আরও বিয়ে করতে তিনি ইচ্ছুক। তবে ওই বছরই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। মৃত্যুর আগে বেশ কিছুদিন উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিসে ভোগেন তিনি।

‘চানা’ নামের একটি স্বতন্ত্র মতবাদে বিশ্বাসী ছিলেন জিওনা চানা। ১৯৪২ সালে এই মতবাদ প্রতিষ্ঠা করেন তার বাবা। কয়েক শ' পরিবার এই মতবাদের অনুসারী।

বিশাল এ পরিবারের সবাই জিওনার সেবা-যত্ন করতেন। তার প্রতি ভালোবাসা থেকেই, তার মৃত্যুর পরও একত্রে বসবাস করছেন তারা। বর্তমানে পরিবারটিতে মোট ১৯৯ জন সদস্য রয়েছে। সুশৃঙ্খল এ পরিবারটিকে দেখতে প্রতি বছরই অনেক দেশি-বিদেশি পর্যটক মিজোরামে যান।

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন