X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভোট কারচুপির দায় স্বীকার করে রাওয়ালপিন্ডি কমিশনারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩

পাকিস্তানের রাওয়ালপিন্ডি ডিভিশনের নির্বাচন কমিশনার লিয়াকত আলী চাতা পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে কারচুপির দায় স্বীকার করেছেন তিনি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। 

শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার ওপর এতোটাই চাপ ছিল যে, একসময় আত্মহত্যার চিন্তা করেছিলেন তিনি। কিন্তু পরে জনগণের সামনে বিষয়গুলো উপস্থাপন করার সিদ্ধান্ত নেন তিনি।

তিনি আরও বলেন, রাওয়ালপিন্ডিতে অন্তত ১৩ জন প্রার্থী হেরেছিলেন, কিন্তু তাদেরকে ৫০ হাজার ভোটের ব্যবধান দেখিয়ে জেতানো হয়েছে। ভোট কারচুপির জন্য প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি জড়িত দাবি করেছেন চাতা। আর এ কাজের জন্য নিজের ও সংশ্লিষ্ট সবার বিচার দাবি করেছেন তিনি।

কমিশনার বলেন, পিন্ডিতে ভোট জালিয়াতির দায় নিচ্ছি আমি। সেই সাথে নিজেকে পুলিশে সোপর্দ করছি।

এর আগে, গুজব ওঠে, কমিশনার চাতাকে আটক করেছে পুলিশ। তবে এক বিবৃতির মাধ্যমে তাকে আটকের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

এদিকে, ফলাফলে জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের নির্বাচন কমিশন। শনিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি বলেন, কোনও বিভাগের কোনও কমিশনার, জেলা রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার, এমনকি প্রিজাইডিং অফিসারও সরাসরি নির্বাচনের সঙ্গে জড়িত নন। তারপরও দ্রুত এই অভিযোগের তদন্তের ঘোষণা দিয়েছে পিইসি।

এদিকে, ভোট কারচুপি ও ফলাফলে জালিয়াতির অভিযোগে টানা ৯ দিন ধরে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ইমরান খানের দল পিটিআই।

পাকিস্তানের জাতীয় নির্বাচনের দিন ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। এরপর ফল প্রকাশ করা হয় তিন দিন ধরে। ভোটের দিন কারচুপি ছাড়াও ফলাফল পাল্টে দেওয়ার মতো জালিয়াতির  অভিযোগ উঠেছে।

নির্বাচনে কারচুপির প্রতিবাদে ভোটের পরদিন থেকেই পাকিস্তানজুড়ে বিক্ষোভ করে পিটিআই।  ৮ ফেব্রুয়ারির নির্বাচনকে পাকিস্তানের ইতিহাসের ‘সবচেয়ে বড় জালিয়াতি’ আখ্যা দিয়েছে ইমরানের দল। শনিবার দেশজুড়ে চলা বিক্ষোভে অংশ নিতে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

/এস/
সম্পর্কিত
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
বিএনপির ধ্বংসে বাইরের শত্রুর প্রয়োজন হবে না: ওবায়দুল কাদের
বিএনপির ধ্বংসে বাইরের শত্রুর প্রয়োজন হবে না: ওবায়দুল কাদের
নব্য জেএমবি’র সদস্য মিলনের দোষ স্বীকার
নব্য জেএমবি’র সদস্য মিলনের দোষ স্বীকার
ঘামে ভিজেই সুন্দর শহর গড়ছেন তারা
ঘামে ভিজেই সুন্দর শহর গড়ছেন তারা
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার