X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

অবশেষে ক্ষমতা ভাগাভাগিতে রাজি হলো পিএমএলএন ও পিপিপি

আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯

টানা কয়েক দিনের আলোচনার পর পাকিস্তানের গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ক্ষমতা ভাগাভাগির ফরমুলায় জোট সরকার গঠনে রাজি হয়েছে। এর আওতায় শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী প্রার্থী ও আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট পদ প্রার্থী হবেন। মঙ্গলবার রাতে দুই দলের সমন্বয় কমিটির আলোচনায় এই সমঝোতা চূড়ান্ত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

এই সমঝোতার মাধ্যমে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ও তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরিফের পিএমএলএন-এর জোট গঠন নিয়ে অনিশ্চয়তা কাটলো। ৮ ফেব্রুয়ারির ভোটে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগোচ্ছে দেশটি।

ইসলামাবাদে মঙ্গলবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে সমঝোতার ঘোষণা দিয়েছেন বিলাওয়াল। এ সময় তার পাশে বসে ছিলেন শাহবাজ শরিফ। পিপিপি নেতা বলেছেন, সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন দুই দলের রয়েছে। এছাড়া আরও কয়েকটি ছোট দলের সমর্থনও রয়েছে তাদের প্রতি।

৭৯টি আসন পেয়ে নির্বাচনে বৃহত্তম দল হয়েছে পিএমএলএন, ৫৪ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপিপি। আরও চারটি ছোট দলকে নিয়ে সমন্বিতভাবে ৩৩৬টি আসনের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠতা সহজে পেয়ে যাবে।

ক্ষমতা ভাগাভাগির ফরমুলা

সূত্রকে উদ্ধৃত করে জিও নিউজ বলেছে, শাহবাজ শরিফের মন্ত্রিসভায় কোনও দায়িত্ব নেবে না পিপিপি। কিন্তু প্রেসিডেন্সির মতো সাংবিধানিক কয়েকটি পদ তারা পাবে। পাঞ্জাব প্রাদেশিক সরকারেও কোনও মন্ত্রণালয় নিচ্ছে না বিলাওয়ালের দল।

কী পাবে পিপিপি?

প্রেসিডেন্ট, সিনেট চেয়ারম্যান, পাঞ্জাবের গভর্নর, খাইবার পাখতুনখোয়ার গভর্নর, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী, জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।

এর বিনিময়ে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠনে পিপিপির সমর্থন পাবে পিএমএলএন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী পদে পিপিপির প্রার্থীকে ভোট দেবে পিএমএলএন।

কী পাবে পিএমএলএন?

প্রধানমন্ত্রিত্ব, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, জাতীয় পরিষদের স্পিকার, সিন্ধু ও বেলুচিস্তানের গভর্নর।

পাকিস্তানের সংবিধান অনুসারে, জাতীয় পরিষদের অধিবেশন ২৯ ফেব্রুয়ারির মধ্যে আহ্বান করতে হবে। ওই দিন নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। 

যেভাবে সমন্বয় করবে দলগুলো

ক্ষমতা ভাগাভাগির ফর্মুলার বিষয়ে দুই দলের সম্মতির কথা নিশ্চিত করে পিপিপির মুখপাত্র ফয়সাল করিম কুন্ডি বুধবার বলেছেন, শাহবাজ শরিফ নিজের পছন্দমতো মন্ত্রিসভায় নিয়োগ দিতে পারবেন। নীতিনির্ধারণের জন্য কমিটি গঠন করা হচ্ছে। সিন্ধু ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী প্রার্থী নেতারা ঘোষণা করবেন।

তিনি বলেছেন, সমালোচনার জন্য সমালোচনা আমরা করবো না। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করবো।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান