X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত, জালিয়াতির অভিযোগ প্রতিদ্বন্দ্বীদের

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৬:৩০আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৬:৩০

ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো। বুধবার (২০ মার্চ) রাতে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার দুই প্রতিদ্বন্দ্বী আনিস বাসওয়েদান ও গাঞ্জার প্রানোয়ো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত মাসেই নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফল সুবিয়ান্তো ও তার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে গতকাল আনুষ্ঠানিকভাবেই তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে তারা ৫৮.৫৯ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। জিবরান রাকাবুমিং রাকা বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে।

ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী, প্রথম দফায় কোনও প্রার্থী যদি ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারেন, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। সুবিয়ান্তো তা এড়াতে পেরেছেন।

অক্টোবরেই জোকো উইদোদোর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন ৭২ বছর বয়সী সাবেক এই জেনারেল।

যদিও সুবিয়ান্তোর বিরুদ্ধে কয়েক দশক ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে; তারপরও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে টিকটক ভিডিও’র মাধ্যমে তিনি নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণার পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বিজয়ী ভাষণে সুবিয়ান্তো বলেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইন্দোনেশিয়ার জনগণের জন্য কঠোর পরিশ্রম করবেন তারা।

নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান ২৪ দশমিক ৯ শতাংশ এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়ো ১৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। দুজনই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বলেছেন, এই অনিয়ম নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন তারা।

ইন্দোনেশিয়ায় গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট সদস্য এবং আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচনের জন্যও ভোট অনুষ্ঠিত হয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ১৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ ভোট দিয়েছে।

/এস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ