X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মালদ্বীপের সংসদ নির্বাচন, মুইজ্জুর জন্য জটিল সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ১৬:০৭আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৮:১৯

মালদ্বীপে চলছে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রবিবার (২১ এপ্রিল) এর এই নির্বাচন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর জন্য অগ্নিপরীক্ষা হিসাবে চিহ্নিত হবে। এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে, তার অনেকটাই নির্ভর করবে সংসদ নির্বাচনের ফলাফলের ওপর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ভারত ও চীন—দুই দেশই সতর্ক দৃষ্টি রাখছে মালদ্বীপের এই নির্বাচনের দিকে। এই নির্বাচনের ফলই হয়ত বলে দেবে ভারত মহাসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই দ্বীপরাষ্ট্রটির উপর আগামীতে কার কতটা প্রভাব থাকবে। দীর্ঘদিন ধরে মালদ্বীপের উপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটা একচ্ছত্র থাকলেও গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে পরিস্থিতি। 


নির্বাচনী প্রচারণার সময় থেকেই তিনি তার চীনপন্থি অবস্থানকে স্পষ্ট করে দেন। আর সেই ধারাই সাহায্য করে তাকে নির্বাচনে জয়ী হতে। প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই তিনি দ্বীপে থাকা ভারতীয় সৈন্যদের বের করে দেওয়ার জন্য কাজ করতে থাকেন। রবিবারের এই নির্বাচনে মালদ্বীপের ২ লাখ ৮৪ হাজার নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ধারণা করা হচ্ছে রবিবার রাতেই নির্বাচনের ফলাফল পাওয়া যাবে।

 
মালদ্বীপে সংসদের আসন সংখ্যা হচ্ছে ৯৩টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়টি রাজনৈতিক দলের মোট ৩৬৮ জন প্রার্থী। এখানে প্রধান দুটি দল হচ্ছে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ ইব্রাহিম সলিহ’র নেতৃত্বাধীন মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। বর্তমান সংসদে অবশ্য এমডিপি’র প্রাধান্য রয়েছে। পিএনসি’র লক্ষ্য হচ্ছে একক অথবা জোটগতভাবে হলেও এমডিপি’র এই প্রাধান্যকে খর্ব করা। 

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা