X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

মহারাষ্ট্রের স্কুলে ৪ বছরের দুই শিশুকে যৌন নিপীড়ন, বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৪, ১৯:৪০আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৯:৪০

মহারাষ্ট্রের থনে জেলার একটি ইংরেজি মাধ্যম স্কুলে চার বছরের দুই মেয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্কুলের এক ২৩ বছর বয়সী পুরুষ পরিচ্ছন্নতাকর্মী। এই ঘটনার পরই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার (২০ আগস্ট) বদলাপুর রেলওয়ে স্টেশনে মুম্বাই রেলপথ অবরোধ করে, যার ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এক পর্যায়ে পুলিশ রেললাইন ধরে পালানোর চেষ্টা করে।

অভিযোগে বলা হয়েছে, ১৬ আগস্ট ওই পরিচ্ছন্নতাকর্মী স্কুলের মেয়ে শিশুদের টয়লেটে নিয়ে গিয়ে তাদের যৌন নির্যাতন করে। এ ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এ ঘটনার পর স্কুলের পদক্ষেপে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ কমেনি। যদিও স্কুল প্রশাসন প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে এবং সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষক ও আয়াকে চাকরি থেকে বাদ দিয়েছে, তবু অভিভাবকরা সন্তুষ্ট হতে পারছেন না।

অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাছাড়া স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ বা আশ্বাস না আসায় ক্ষোভ আরও বেড়েছে।

পুলিশি তদন্তে স্কুলের নিরাপত্তাব্যবস্থার মারাত্মক ত্রুটি ধরা পড়েছে। তদন্তে জানা গেছে, মেয়ে শিশুদের টয়লেটে কোনও নারী কর্মী উপস্থিত ছিলেন না। যা যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠানে একটি মৌলিক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া, স্কুলের অনেক সিসিটিভি ক্যামেরা অকেজো অবস্থায় ছিল।

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই যৌন নিপীড়নের ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য থানে পুলিশের কমিশনারকে আজই একটি প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও ঘটনার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বদলাপুরের ঘটনাটি আমি গুরুত্ব সহকারে দেখেছি। এই বিষয়ে ইতোমধ্যে একটি এসআইটি গঠন করা হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও যাচ্ছি। এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে এবং দোষীদের কেউই ছাড় পাবে না।

মহারাষ্ট্রের বিরোধীদলীয় নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এই ঘটনা মহারাষ্ট্রের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। সবাই দ্রুত বিচারের দাবি জানাচ্ছে এবং অভিযুক্তকে তিন মাসের মধ্যে ফাঁসি দেওয়া উচিত।

সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়ে বলেন, দশ বছর আগে দিল্লিতে নির্ভয়া ঘটনা ঘটেছিল এবং দোষীদের শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু কতদিন পর? বিচার দেরি করলেই তা অপরাধের শামিল হওয়া উচিত। এ বিষয়ে কোনও রাজনৈতিককরণ হওয়া উচিত নয়।

 

/এএ/
সম্পর্কিত
হেগসেথের নির্দেশে ইউক্রেনের অস্ত্র পাঠানো বন্ধ হয়েছিল, জানতো না হোয়াইট হাউজ
আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রের উচিত হুমকি বন্ধ করা: চীন
একদিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালালো ইসরায়েল
সর্বশেষ খবর
ইতালিতে বৈধ অভিবাসন বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে: আসিফ নজরুল
ইতালিতে বৈধ অভিবাসন বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে: আসিফ নজরুল
সৌদি আরবে পৌঁছেছেন ২৮৫৯৫ জন হজযাত্রী
সৌদি আরবে পৌঁছেছেন ২৮৫৯৫ জন হজযাত্রী
হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষায় প্রধান উপদেষ্টাকে গাছ রক্ষা আন্দোলনের চিঠি
হাতিরঝিল-পান্থকুঞ্জ রক্ষায় প্রধান উপদেষ্টাকে গাছ রক্ষা আন্দোলনের চিঠি
অবৈধ যান চলাচল বন্ধে ৭ দিনের আল্টিমেটাম রংপুর মোটর মালিক সমিতির
অবৈধ যান চলাচল বন্ধে ৭ দিনের আল্টিমেটাম রংপুর মোটর মালিক সমিতির
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?