X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ছয় হাতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

শ্রীলঙ্কার কেন্দ্রীয় অঞ্চলের একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার কাছে একটি হাতির দলের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা লাগে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী কলম্বোর পূর্বাঞ্চলীয় হাবারানায় এ দুর্ঘটনা ঘটে। এতে ছয় হাতির মৃত্যু হয়। ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায়। অবশ্য যাত্রীদের মধ্যে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আরও দুইটি আহত হাতির চিকিৎসা চলছে। এটি শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যপ্রাণী দুর্ঘটনার মধ্যে একটি বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম এএফপি।

শ্রীলঙ্কায় হাতির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগার ঘটনা বিরল নয়। দেশটিতে মানুষ ও হাতির সংঘর্ষের ফলে প্রতি বছর বহু প্রাণহানি ঘটে। বিশ্বব্যাপী এই ধরনের সংঘর্ষে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে শ্রীলঙ্কায়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, গত বছরে মানুষ ও হাতির সংঘর্ষে ১৭০ জনেরও বেশি মানুষ এবং প্রায় ৫০০টি হাতি মারা গেছে। শুধু ট্রেন দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ২০টি হাতি মারা যায়।

বন উজাড় ও প্রাকৃতিক সম্পদের সংকটের কারণে হাতিরা ক্রমশ মানুষের বসবাস এলাকায় চলে আসছে। এ কারণে বিশেষজ্ঞরা ট্রেন চালকদের ট্রেনের গতি কমানোর এবং হাতিদের সতর্ক করার জন্য আগেভাগে হর্ন বাজানোর পরামর্শ দিয়েছেন।

২০১৮ সালে একইভাবে একটি গর্ভবতী হাতি ও তার দুটি বাচ্চা হাবারানায় ট্রেনের ধাক্কায় মারা যায়। ওই হাতিগুলো ভোরের দিকে একটি বড় দলের সঙ্গে রেললাইন পার হচ্ছিল।

গত বছরের অক্টোবর মাসে হাবারানার কাছাকাছি মিনেরিয়ায় আরেকটি ট্রেনের ধাক্কায় দুইটি হাতি মারা যায় এবং একটি হাতি আহত হয়।

শ্রীলঙ্কায় আনুমানিক ৭ হাজার বন্য হাতি রয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির জনগণ হাতিদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। দেশটিতে হাতি হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

/এস/
সম্পর্কিত
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে