X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের ঝুঁকি বাস্তব ও বাড়ছে: ডন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫, ১৬:৪৮আপডেট : ০৭ মে ২০২৫, ১৬:৪৮

ভারতের হঠাৎ মাঝরাতের বিমান হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের ছয়টি স্থানে চালানো এই হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। প্রতিক্রিয়ায় পাকিস্তান পাঁচটি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করার দাবি করেছে।

এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন।  বৈঠকে ভারতের হামলার জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। শাহবাজ শরিফ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষক ও কূটনীতিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এ সংঘাত যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন  এ খবর জানিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিতে এক আলোচনায় দেশটির জ্যেষ্ঠ বিশ্লেষক মাজহার আব্বাস বলেন, ৭ মে পাকিস্তানের জন্য গৌরবময় দিন, কারণ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিকভাবেও ভারতকে হারানো গেছে।ভারত একটি সিনেমা চালালো, আমরা চালালাম ট্রেলার। ওরা যদি যুদ্ধ চায়, আমরা প্রস্তুত।

গত মাসের পাহেলগাম হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত এখনও কোনও প্রমাণ হাজির করতে পারেনি পাকিস্তানের বিরুদ্ধে। বরং প্রমাণ ছাড়াই তারা আবার একধরনের অ্যাডভেঞ্চারে নেমেছে।

মাজহার আব্বাসের দাবি, পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধ, সংবাদমাধ্যম এবং কূটনীতির তিনটি ফ্রন্টেই ভারতকে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ভারতের এই হামলা ২০১৯ সালের বালাকোট অভিযানের চেয়েও বড় মাত্রার।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পাকিস্তানের প্রতিক্রিয়াও বড় এবং তাৎপর্যপূর্ণ, কারণ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার খবর এসেছে। ২০১৯ সালের তুলনায় এবারের উত্তেজনা আরও বেশি।

পৃথকভাবে তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, পারমাণবিক অস্ত্র যদি নাও থাকত তবু এই দুটি সামরিক শক্তিধর রাষ্ট্রই একে অপরের বিরুদ্ধে প্রচলিত সামরিক শক্তি ব্যবহারে পিছপা হতো না। যুদ্ধের ঝুঁকি বাস্তব এবং তা দ্রুত বেড়ে যেতে পারে।

পাকিস্তানি আইনজীবী ও মানবাধিকারকর্মী জিবরান নাসির বলেন, ভারত একরকম দস্যু রাষ্ট্রের মতো আচরণ করে বেসামরিক লোক ও মসজিদে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

তিনি বলেন, ভারত প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করেছে এবং এরপর জেনেভা কনভেনশন, হেগ কনভেনশন ও আইসিসি আইনের একাধিক ধারা লঙ্ঘন করে যুদ্ধাপরাধ করেছে।

নাসির দাবি করেন, পাকিস্তানের পাল্টা হামলা ছিল ‘পরিমিত ও আত্মরক্ষামূলক’। তিনি বলেন, পাকিস্তান আজ তার সার্বভৌমত্ব রক্ষা করছে। ভারতের ‘সিঁদুর অভিযান’ নামকরণ এই হামলার পেছনে সাম্প্রদায়িকতা ও চরম হিন্দুত্ববাদের প্রতিফলন।

পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার এক্সে পোস্ট করে লিখেছেন, ভারতের এই একাধিক আক্রমণ দেখিয়ে দিচ্ছে যে তারা নিজেদের আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে ভাবছে।

তিনি বলেন, পাকিস্তান শুধু প্রতিক্রিয়া জানানোর অধিকারই নয়, সক্ষমতাও রাখে এবং তা প্রয়োগ করছে।

জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মির বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশল এবার ব্যুমেরাং হয়েছে। তিনি জিও টিভিকে বলেন, ভারত দাবি করেছে তারা জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে। অথচ ভিডিও ও ছবি বলছে, বেসামরিক এলাকাই ছিল তাদের লক্ষ্য।

মির বলেন, পাকিস্তান বেসামরিকদের নয়, বরং ভারতের সামরিক স্থাপনাগুলোতেই জবাব দিয়েছে। নৈতিকভাবে পাকিস্তান আজ উঁচু অবস্থানে আছে।

তার মতে, ভারত যদি সিন্ধু পানিচুক্তি স্থগিত করতে পারে, তবে পাকিস্তানের উচিত শিমলা চুক্তি বাতিল করা।

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা