ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নয়াদিল্লি সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহী। তবে কেউ যদি তাদের ধৈর্যের ‘অন্যায় সুবিধা’ নেওয়ার চেষ্টা করে, তবে উপযুক্ত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভারতের এএনআই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
সিং বলেন, আমরা সবসময় একটি দায়িত্বশীল জাতির ভূমিকা পালন করে এসেছি। আমরা সবসময় সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে থেকেছি।’
‘কিন্তু এর অর্থ এই নয় যে কেউ আমাদের ধৈর্যের অন্যায় সুবিধা নেবে। যদি কেউ তা করার চেষ্টা করে, তবে তাদের ‘উত্তম প্রতিক্রিয়া’র জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে—যেমনটা গতকাল দেখা গেছে।’
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দফতরের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে।
তিনি আরও জানান, ভারত-পাকিস্তান সামরিক অপারেশনের মহাপরিচালকদের মধ্যে চালু থাকা হটলাইনও সক্রিয় রয়েছে।
টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে দার বলেন, পাকিস্তান যে কোনও যুদ্ধংদেহি কার্যকলাপের জবাব ‘উপযুক্তভাবে’ দিতে প্রস্তুত আছে।
তিনি আরও দাবি করেন, সামরিক উত্তেজনা বৃদ্ধির পেছনে ভারতের উদ্দেশ্য ছিল সিন্ধু নদীর পানিচুক্তি থেকে মুক্তি পাওয়া।
তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। কারণ গত রাতে আমরা কোনও উত্তেজনাকর পদক্ষেপ নিইনি। বরং কেবল আত্মরক্ষার জন্যই আমরা প্রতিক্রিয়া জানিয়েছি।’
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহতের পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।