X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের 'স্নায়ুযুদ্ধের মানসিকতায়' চীনের ক্ষোভ

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ২২:০৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৪:১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা নীতি প্রকাশের পর সেটাকে স্নায়ুযুদ্ধের মানসিকতা হিসেবে আখ্যায়িত করেছে চীন। ওই নীতিতে চীন ও রাশিয়াকে প্রতিদ্বন্দ্বী শক্তি ও হুমকি উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন এই নিরাপত্তা কৌশলে চীনসহ কয়েকটি দেশের সরকারকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই নীতির প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সমালোচনা করে বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত পুরনো অবস্থান ত্যাগ করা।

মুখপাত্র হুয়া চুনিং নিয়মিত নিউজ ব্রিফিংকালে বলেন, যে কোন দেশ কিংবা যে কোন রিপোর্টে যখন সত্যকে বিকৃত করা হয় তখন তাতে কোন লাভ হয় না। ওয়াশিংটনের উচিত পুরনো ‘স্নায়ুযুদ্ধকালীন মানসিকতার পরিবর্তন করা।’

এই নীতির সমালোচনা করেছে রাশিয়াও। দেশটি বলেছে, রাশিয়া হুমকি হিসেবে আখ্যায়িত করা নীতি গ্রহণযোগ্য নয়। নীতিতে রাশিয়াকে সাম্রাজ্যবাদী আখ্যায়িত করারও সমালোচনা করেছে মস্কো।

সোমবার মার্কিন জনগণের সুরক্ষা, নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যেকোনও ধরনের হুমকিই থাকুক না কেন, মার্কিন জনগণ ও জীবনধারাকে যেকোনোভাবে ক্ষতি করতে তৎপর ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্র কঠোর নজরদারি রাখবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল দেশটির জনগণের সুরক্ষা, নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি এবং জাতীয় স্বার্থ ও মার্কিন গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখতে সব ধরনের ক্ষমতাকে কাজে লাগাবে।

নতুন এই নিরাপত্তা কৌশলকে বাস্তবায়ন করতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সব ফেডারেল এজেন্সি এবং মার্কিন মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। সূত্র: বিবিসি।

 

 

/এএ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের