X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘চমৎকার দৃশ্য’, মার্কিন কংগ্রেস ভবনে তাণ্ডব নিয়ে চীনের ব্যঙ্গ

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২১, ১৯:৪৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৩:৪৭

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিল বুধবার রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সদ্য নির্বাচনে পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। লণ্ডভণ্ড ক্যাপিটল বিল্ডিং। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করার সুযোগ হাতছাড়া করেনি চীন। এই সংঘর্ষকে ২০১৯ সালে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে এই বিক্ষোভের তুলনা করেছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যে ঘটনা ঘটেছে তার নিন্দায় সরব হয়েছে বেশিরভাগ দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংঘর্ষের নিন্দে করেছেন। এই ঘটনাকে আমেরিকার ইতিহাসে অন্যতম কালো দিন হিসেবে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  তবে চীনারা মেতে ওঠেছে ব্যঙ্গ-মস্করায়।

বুধবার সকালে বিক্ষোভ শুরু হওয়ার পরে গ্লোবাল টাইমস হংকং বিক্ষোভ ও ক্যাপিটল বিল্ডিংয়ে বিক্ষোভের ছবি পাশাপাশি রেখে দুটি ঘটনার মধ্যে সাদৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে। ২০১৯ সালে হংকংয়ে বিক্ষোভকারীরা শহরের লেজিসলেটিভ কাউন্সিল কমপ্লেক্সের দখল নিয়েছিল। আর ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকে নির্বাচনে হারের প্রতিবাদ করতে থাকে। তাদের সেলফি তুলতে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়।

এই ঘটনাকে নিয়ে ব্যঙ্গ শুরু করেছে চীন। সেদেশের এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি হংকংয়ের বিক্ষোভকে ‘একটি চমৎকার দৃশ্য’ হিসেবে উল্লেখ করেছিলেন। তাই ক্যাপিটল হিলের এই ঘটনা নিয়ে তিনি একই কথা বলতে চান কিনা সেটা জানার অপেক্ষায় রয়েছে গোটা দুনিয়া।

চীনের কমিউনিস্ট ইয়ুথ লিগও এই ঘটনাকে ‘চমৎকার দৃশ্য’ হিসেবে উল্লেখ করেছে। তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো ভরে গিয়েছে এই ধরনের মন্তব্যে। হ্যাশট্যাগ ট্রাম্প সাপোর্টার্স স্টর্ম ইউএস ক্যাপিটল ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে নানারকম মজার কমেন্ট শোনা যাচ্ছে।

একজন মন্তব্য করেছেন, এই মুহূর্তে সব ইউরোপীয় দেশের নেতারা দ্বিচারিতা দেখাচ্ছে। এই ঘটনার নিন্দে করছে তারা। আর একজন লিখেছেন, আমি জানতে চাই এই মুহূর্তে হংকং বা তাইওয়ানের মিডিয়া কী লিখবে। একজন আবার লিখেছেন, গত বছর হংকং লেজিসলেটিভ কাউন্সিলে যা ঘটেছিল সেই ঘটনারই পুনরাবৃত্তি হল ওয়াশিংটনে। সূত্র: দ্য ওয়াল

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা