X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিনের কার্যকারিতা কম, মিশ্রণের কথা ভাবছে চীন

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২১, ১৯:০০আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৯:০০

চীনের করোনাভাইরাসের ভ্যাকসিনের দুর্বলতার বিরল এক স্বীকারোক্তি দিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক গাও ফু। শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা জানান, তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের কার্যকারিতা কম এবং সরকার তা বাড়ানোর জন্য মিশ্রণ করার বিষয়টি বিবেচনা করছে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

গাও ফু বলেন, চীনা ভ্যাকসিনের সুরক্ষার হার খুব বেশি না। এখন সরকারিভাবে বিভিন্ন ভ্যাকসিনের মিশ্রণ তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

চীনা বিভিন্ন কোম্পানির উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশ প্রয়োগের জন্য সংগ্রহ করেছে। এই সংখ্যা কয়েক কোটি হতে পারে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে পশ্চিমা ভ্যাকসিনগুলো নিয়ে সংশয় তৈরি চেষ্টাও করছে বেইজিং।

চীনা ভ্যাকসিন সিনোভ্যাক-এর কার্যকারিতা ৫০ দশমিক ৪ শতাংশ বলে ব্রাজিলে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে উঠে এসেছে। বিপরীতে মার্কিন কোম্পানি ফাইজার উদ্ভাবিত ভ্যাকসিনের কার্যকারিতা ৯৭ শতাংশ।

চীন এখনও নিজেদের দেশে ব্যবহারের জন্য বিদেশি কোনও ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই থেকে করোনার সংক্রমণ শুরু হয়।

চীনা কর্মকর্তা ভ্যাকসিনে কেমন পরিবর্তন হবে সে বিষয়ে কোনও বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি এমআরএনএ প্রযুক্তির কথা উল্লেখ করেছেন। এই প্রযুক্তি পশ্চিমারা ভ্যাকসিন উৎপাদনে ব্যবহার করেছে। চীনে ব্যবহার করা হয়েছে প্রচলিত পুরনো প্রযুক্তি।

গাও ফু বলেন, সবার উচিত এমআরএনএ ভ্যাকসিনের সুবিধা বিবেচনা করা। আমাদের তা সতর্কভাবে নজর দেওয়া উচিত। আমাদের ইতোমধ্যে কয়েকটি ভ্যাকসিন আছে বলেই এই বিষয়ে চোখ বন্ধ করে থাকা উচিত হবে না।

এর আগে এই চীনা কর্মকর্তা এমআরএনএ ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত ডিসেম্বরে তিনি বলেছিলেন, এমন ভ্যাকসিনের নেতিবাটক পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিতে পারছেন না। কারণ সুস্থ মানুষের দেহে এগুলো প্রথমবারের মতো ব্যবহার করা হবে।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে