X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রির বিরুদ্ধে ফরাসি পুলিশের অভিযান

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৭
image

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির পুলিশ। অনুমোদনহীনভাবে প্রতিকৃতি প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের ‘ক্রিমিনাল গ্যাং’ আখ্যা দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, চীনে তৈরি এসব প্রতিকৃতি পর্যটকদের কাছে বিক্রির জন্য অনেক ক্ষেত্রেই অবৈধ অভিবাসীদের ব্যবহার করা হতো। আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রির বিরুদ্ধে ফরাসি পুলিশের অভিযান

অভিযানে প্রচুর পরিমাণে আইফেল টাওয়ারের অনুমোদনহীন প্রতিকৃতি উদ্ধার করা হয়েছে, যাদের মোট ওজন ২০ টন। গত সোমবার (১৭ সেপ্টেম্বর) ও মঙ্গলবার চালানো অভিযানে একটি গুদাম ও প্যারিসের তিনটি দোকান থেকে প্রতিকৃতিগুলো জব্দ করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গঠিত ফরাসি পুলিশের বিশেষ শাখা এই অভিযানে সহায়তা করেছে।

এগুলো চীনা উৎপাদনকারীর প্রস্তুত করা। চীনা উৎপাদনকারী অনুমোদনহীন ডিলারদের কাছে আইফেল টাওয়ারের এসব প্রতিকৃতি বিক্রি করত। পুলিশ ২০ টন ছোট ছোট প্রতিকৃতির পাশাপাশি ১৫ হাজার ইউরো, টাকার গোনার মেশিন এবং তিনটি গাড়ি জব্দ করেছে। জব্দ করা প্রতিকৃতিগুলোর আনুমানিক মূল্য ছয় লাখ ইউরো। পুলিশ ৯ জনকে এ ঘটনায় গ্রেফতার করেছে।

রয়টার্স জানিয়েছে, আইফেল টাওয়ারের এসব প্রতিকৃতিগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে ছোট সেগুলো চাবির রিঙয়ে ব্যবহার করা হয়। এক ইউরোতে এমন প্রতিকৃতির পাঁচটি কেনা যায়। বড় প্রতিকৃতিগুলোর দাম দশ ইউরোর মতো।

ফরাসি পুলিশ দাবি করেছে, অনেক ক্ষেত্রেই অবৈধ অভিবাসীদের চাপ প্রয়োগ করে এসব প্রতিকৃতি পর্যটকদের কাছে বিক্রিতে বাধ্য করা হয়। মানব পাচারাকারীদের দেনা পরিশোধ করতে গিয়ে মূলত আফ্রিকা থেকে যাওয়া অবৈধ অভিবাসীরা রাস্তায় রাস্তায় এগুলো বিক্রি করে। আইফেল টাওয়ার, ল্যুভর জাদুঘর, নটরডেম ক্যাথিড্রালসহ পর্যটন গন্তব্যগুলোতে এসব প্রতিকৃতি বিক্রি হতে দেখা যায়।

আইফেল টাওয়ারের প্রতিকৃতি বিক্রির বিরুদ্ধে ফরাসি পুলিশের অভিযান

/এএমএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!