X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো, কমছে সংক্রমণের হার

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২০, ২১:৩০আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:৩২

স্পেনে করোনাভাইরাসে সংক্রমণের হার কমছে। তবে সোমবার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই স্পেনের অবস্থান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো, কমছে সংক্রমণের হার

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যা অনুসারে, সোমবার রাত ৯টা পর্যন্ত স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৫২ জনের।

স্পেনের জরুরি স্বাস্থ্যবিষয়ক প্রধান ফার্নান্দো সিমন এক সংবাদ সম্মেলনে বলেছেন, পরীক্ষার সংখ্যা বাড়ানো হলেও নতুন আক্রান্তের হার কমছে। এতে ধারণা করা হচ্ছে, যত বেশি সংখ্যক আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল তা হয়তো হবে না। তিনি বলেন, সৌভাগ্যবশত সংক্রমণের হার কমছে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৯৯ জনের।

করোনার বিস্তার ঠেকাতে ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। কর্তৃপক্ষ বলছে, এসব পদক্ষেপের ফলেই সংক্রমণের হার ও মৃতের সংখ্যা কমে আসছে।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন, আগামী ২৭ এপ্রিল থেকে শিশুরা বাইরে বের হতে পারবে। তবে কতক্ষণ তারা বাইরে থাকতে পারবে সেবিষয়ে কিছু বলেননি তিনি। আঞ্চলিক নেতৃবৃন্দ ও শিশু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে ঘোষণা দেন তিনি। ধারণা করা হচ্ছে ১২ বছরের কম বয়সী শিশুদের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তবে সে সম্পর্কে নিশ্চিত কিছু জানানো হয়নি।

তবে মহামারি রোধে নেওয়া ব্যবস্থা এখনও অপ্রতুল বলে স্বীকার করে নিয়ে পেদ্রো সানচেজ বলেন, আগামী ৯ মে পর্যন্ত সতর্ক অবস্থার মেয়াদ বাড়াতে পার্লামেন্টের কাছে সিদ্ধান্ত চাইবেন তিনি। স্পেনে এখনও মূল লকডাউন কার্যকর রয়েছে। কেবলমাত্র প্রাপ্তবয়স্করা খাবার ও ফার্মেসি কিংবা অতি জরুরি বিবেচিত কাজের জন্য ঘরের বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল