X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মহামারি মোকাবিলায় ইউরোপীয় নেতাদের ‘আন্তর্জাতিক জোট’

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২০, ১৭:১৮আপডেট : ০৩ মে ২০২০, ১৭:১৯

ইউরোপিয়ান কয়েকটি দেশের নেতারা করোনাভাইরাস মোকাবিলায় একটি ‘আন্তর্জাতিক জোট’ গঠনের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট-এ যৌথভাবে লেখা একটি নিবন্ধে এই ঘোষণা দিয়েছেন তারা। জোটের পক্ষ থেকে কয়েকশ কোটি ডলারে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন। এই অর্থ কোভিড-১৯ এর টিকা উদ্ভাবন ও চিকিৎসায় কাজে লাগানো হবে। সোমবার এই বিষয়ে একটি অনলাইন কনফারেন্স আয়োজিত হবে। জোটের পক্ষ থেকে বৈশ্বিক মহামারি মোকাবিলার জন্য জোটের পক্ষ থেকে সাড়ে সাত বিলিয়ন ইউরো সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

মহামারি মোকাবিলায় ইউরোপীয় নেতাদের ‘আন্তর্জাতিক জোট’

‘গ্লোবাল কোঅপারেশন প্ল্যাটফর্ম’ নামের এই জোটের লক্ষ্য হলো কোভিড-১৯ এর টিকার গবেষণা, উন্নয়ন, প্রাপ্যতা ও বিতরণ এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতি গতিশীল করা। ইউরোপীয় নেতারা দাবি করছেন, এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় সত্যিকার আন্তর্জাতিক জোটের ভিত্তি রচিত হয়েছে।

নিবন্ধটি যৌথভাবে লিখেছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলন, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেয়েন। তারা লিখেছে, বিশ্বের সব প্রান্তের মহামারি বিপর্যয় ও যন্ত্রণা ছড়িয়ে দিয়েছে।

ইউরোপীয় নেতারা বলছেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে একত্রিত হয়ে সবচেয়ে ভারো প্রস্তুতি নিতে হবে টিকা উদ্ভাবন, চিকিৎসা ও থেরাপির জন্য। যাতে করে আবারও পৃথিবীকে সুস্থ করে তোলা যায়।  এর আওতায় থাকবে বিশ্বের সবার জন্য স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করা এবং আফ্রিকার দিকে বিশেষ নজর দেওয়া।

এই রাজনীতিকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি নিজেদের সমর্থনের ঘোষণা দিয়েছেন এবং সম্প্রতি উন্মোচিত অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস (এসিটি) অ্যাকসিলেটরকে অনুমোদন দিয়েছেন।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ওয়েলকাম ট্রাস্ট এই উদ্যোগ স্বাগত জানিয়েছে। তারা এতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে।

নেতারা লিখেছেন, এই বিশ্ব কোভিড-১৯ এর বিরুদ্ধে। এবং একসঙ্গে আমরা জিতবই।

রবিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজারের বেশি মানুষের।

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট