X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেলারুশের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫১

বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা জারির বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে বেলারুশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমাদের উদ্বেগ আমাদের দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা ছাড়া আর কিছু না। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেলারুশের হুঁশিয়ারি

প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বেলারুশে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমাতে সরকার ব্যাপক ধরপাকড় চালিয়েছে। রাজনৈতিক এই অস্থিতিশীলতার মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন বেলারুশের বিরুদ্ধে জাতিসংঘে নিষেধাজ্ঞা প্রস্তাব এনেছে।

জাতিসংঘের ভার্চুয়াল সাধারণ অধিবেশনে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই বিশ্বনেতাদের বলেন, আমাদের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ, নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধ আরোপের ফল বিপরীত হবে। এমন উদ্যোগ সবার ক্ষতিকর হবে।

তিনি আরও বলেন, আমাদের অংশীদারদের বিচক্ষণতা, সহিষ্ণুতা ও নিরপেক্ষ মনোভাবের পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।

গত ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনের পর থেকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন বিগত ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। গত রবিবারও দেশটির রাজধানী মিনস্কের রাজপথে বিক্ষোভ করেছে অন্তত এক লাখ মানুষ। এছাড়াও একই দিন দেশটির আরও বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিন সরকারবিরোধী বিক্ষোভ থেকে ৭৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে কেবল রাজধানী থেকেই গ্রেফতার হয়েছে অন্তত পাঁচশ’ জন।

বিতর্কিত নির্বাচন আর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নিষ্ঠুর নিপীড়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে রয়েছেন বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এমন পরিস্থিতিতে বেলারুশ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য রাখেন জোটটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, ‘আমাদের কাছে পরিস্থিতি পরিষ্কার। আমরা মনে করি গত ৯ আগস্টের নির্বাচন ছিলো প্রতারণাপূর্ণ। আমরা লুকাশেঙ্কোকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করি না।’

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সর্বশেষ খবর
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা