X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

করোনায় দারিদ্র্যসীমার নিচে যাবে ১০০ কোটির বেশি মানুষ: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২০, ১৮:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৮:০৫

করোনাভাইরাস মহামারির প্রভাবে আগামী এক দশকে ব্যাপক প্রভাব পড়বে। সবচেয়ে বেশি প্রভাবিত হবেন আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষেরা।  জাতিসংঘের নতুন একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশকে ব্যাপক হারে বাড়বে দারিদ্র্য । না খেতে পেয়ে দিন কাটাবেন বহু মানুষ। আগামী দশ বছরের মধ্যে বিশ্বজুড়ে আরও ২০ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন। ফলে গোটা বিশ্বে দারিদ্র্য রেখার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

করোনায় দারিদ্র্যসীমার নিচে যাবে ১০০ কোটির বেশি মানুষ: জাতিসংঘ

বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে মহামারি। আর্থিক অগ্রগতি থমকে গিয়েছে এই ভাইরাসের প্রকোপে। কাজ হারিয়েছেন বহু মানুষ। নতুন কর্মসংস্থান হচ্ছে না। ফলে দেশগুলোর আর্থিকবৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনযাপনের মানোন্নয়ন থমক রয়েছে। আইএমএফও এবং বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকেও ২০২১ সালে আরও বড় বিপদ আসছে বলে আশঙ্কা করা হয়েছিল। বলা হয়েছিল, উপযুক্ত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ হতে পারে। ইউএনডিপির নতুন প্রতিবেদনেও তেমন আশঙ্কার কথা উঠে এসেছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দশ বছরে বিশ্বে দ্রুত বাড়বে দারিদ্র্যের হার। আরও দরিদ্র হবেন ২০ কোটির বেশি মানুষ। ফলে গোটা বিশ্বে দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী মানুষের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহামারির প্রভাব সুদূরপ্রসারী। বিশ্বজুড়ে শোচনীয় পরিস্থিতি তৈরি করবে এই মহামারি।

ইউএনডিপি’র প্রতিবেদন অনুসারে, পুরুষদের তুলনায় নারীদের পরিস্থিতি আরও খারাপ হবে। আগামী দশকে ১০২ মিলিয়ন নারী দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন। এর ফলে বিশ্বজুড়ে পাচারসহ নারীদের বিরুদ্ধে বিরুদ্ধে অপরাধও বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস আসার পর রোগকে হারিয়ে দেবে বিশ্ব। কিন্তু এর ক্ষত থেকে যাবে। 

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার