X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নারীর মৃত্যুতে অক্সফোর্ড ভ্যাকসিনের একটি ব্যাচ বাতিল করলো অস্ট্রিয়া

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ২৩:৫৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৭:২০

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নেওয়ার পর এক নারীর মৃত্যু ও আরেকজন অসুস্থ হওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভ্যাকসিনটির একটি ব্যাচের প্রয়োগ বাতিল করেছে অস্ট্রিয়া। রবিবার দেশটির স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

অস্ট্রিয়ার দ্য ফেডারেল অফিস ফর সেফটি ইন হেলথ কেয়ার (বিএএসজি) জানায়, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের একটি ব্যাচ থেকে টিকা নেওয়ার পর দুটি ঘটনার রিপোর্ট পাওয়া গেছে। ঘটনা দুটি ঘটেছে অস্ট্রিয়ার জোয়েত্তি জেলার একটি ক্লিনিকে।

ভ্যাকসিন নেওয়ার পর ৪৯ বছরের এক নারীর মৃত্যু এবং ৩৫ বছর বয়সী একজন অসুস্থ হয়ে পড়েছেন। স্বাস্থ্য সংস্থা জানায়, ভ্যাকসিনের সঙ্গে মৃত্যু ও অসুস্থতার স্বাভাবিক কোনও সম্পর্ক নেই।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত নারী ছিলেন ক্লিনিকটির একজন নার্স।

এদিকে, শনিবার ভিয়েনায় করোনাভাইরাস লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।  আইনশৃঙ্খলা ও কোভিড বিধি-নিষেধ  ভাঙার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে কোনও মাস্ক ছিল না। সামাজিক দূরত্ববিধিও তারা মানছিল না ডানপন্থী ফ্রিডম পার্টি আয়োজিত সমাবেশে যোগ দিতে বিক্ষোভকারী রাজধানীর কেন্দ্রস্থল হয়ে পার্কের দিকে চলে যায়।
অস্ট্রিয়া গত মাসে লকডাউন শিথিল করে এবং স্কুল, দোকানপাট ও জাদুঘর খুলে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা এখনও যে লকডাউন জারি রয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারা হোটেল রেস্তোরাঁ খোলার দাবি জানায়। এছাড়া তারা মধ্য ডানপন্থী চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগও দাবি করে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করে। কিন্তু যারা চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ কমলে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে। মার্চ মাসের শেষের দিকে ক্যাফে, রেস্তোরাঁ খুলে দিতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিতে প্রতিদিনের সংক্রমণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। শনিবার নতুন করে আড়াই হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে