X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউরোপে বেলারুশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২১, ১৮:০৬আপডেট : ০৫ জুন ২০২১, ১৮:০৭

ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচককে আটকের জেরে ইউরোপের আকাশসীমা এবং বিমানবন্দর ব্যবহারে বেলারুশের বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শনিবার খবর প্রকাশ করেছে বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গত ২৩ মে সাংবাদিক রোমান প্রোতাসেভিচক রায়ানএয়ারের উড়োজাহাজে অবস্থান করছিলেন। বিমানটিতে বোমা আছে উল্লেখ করে গতিপথ ঘুরিয়ে মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ কর্তৃপক্ষ। বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক রোমানকে গ্রেপ্তার করে দেশটির সরকার। যদিও ওই ফ্লাইটে বোমার কোন অস্তিত্ব পাওয়া যায়নি। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়। তখনই বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ইইউ। এরই অংশ হিসেবে নিষেধাজ্ঞা কার্যকর হল।

বেলারুশ সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত বিরোধীদলীয় নেতা সেভেতলানা তিখানোভস্কায়া। পোল্যান্ড থেকে শিল্পোন্নত দেশগুলোকে নিয়ে গড়া জোট জি-সেভেন-এর সদস্যভুক্ত দেশগুলোর প্রতি এ আহ্বান রাখেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা-(ইএএসএ) তাদের এক নির্দেশনায় ইইউ’র এয়ারলাইন্সগুলোকে নিরাপত্তার স্বার্থে জরুরি প্রয়োজন ছাড়া বেলারুশের আকাশ পথ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির এমন আদেশে সমালোচনা করেছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা-আইএটিএ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এতে এশিয়ার ফ্লাইটগুলোয় যাত্রা আরও দীর্ঘ হবে এবং খরচও বাড়বে।

এদিকে আটক হওয়া বেলারুশের সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়ে। সেখানে এক সাক্ষাৎকারে সরকারবিরোধী বিক্ষোভ আয়োজনের কথা স্বীকার করেছেন তিনি। আর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর। প্রোতাসেভিচের পরিবারের দাবি চাপের মুখে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা