X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিশ্বে সংক্রমণের প্রধান কারণ হয়ে উঠছে ডেল্টা ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০২১, ২১:১৯আপডেট : ১৮ জুন ২০২১, ২১:১৯

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে সংক্রমণের প্রধান কারণে পরিণত হচ্ছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ব্রিটেনে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। জার্মানির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা আশঙ্কা করছেন, টিকাদানের হার বাড়লেও ভ্যারিয়েন্টটি দ্রুত বেশিরভাগ আক্রান্তের জন্য দায়ী হয়ে উঠবে।

মস্কোতে আক্রান্ত বৃদ্ধির জন্য টিকা নেওয়ার ক্ষেত্রে দ্বিধাকে দায়ী করেছে ক্রেমলিন। নতুন শনাক্ত হওয়া বেশিরভাগ রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এতে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপে ডেল্টা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ চিন্তার ভাঁজ ফেলেছে মার্কিন প্রশাসনেও। বাইডেন প্রশাসনের আশঙ্কা, যুক্তরাজ্যে যেভাবে ভারতীয় এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আগামী কয়েক মাসের মধ্যে এটি যুক্তরাষ্ট্রেও করোনার আরেকটি ঢেউ তৈরি করতে পারে।

এক সংবাদ সম্মেলনে সৌম্য স্বামীনাথান বলেন, সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বৃদ্ধির কারণে ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বে করোনার প্রধান ভ্যারিয়েন্ট হওয়ার পথে রয়েছে।

ডব্লিউএইচও কর্মকর্তারা বলছেন, আফ্রিকা অঞ্চল নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। যদিও মহাদেশটিতে বিশ্বের মোট আক্রান্তের ৫ শতাংশ ও মৃত্যুর ২ শতাংশ ঘটেছে। নামিবিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া ও রুয়ান্ডাতে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুসারে, ফাইজার-বায়োএনটেক ও অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয় ৩০ শতাংশ। ফাইজারের দ্বিতীয় ডোজ নেওয়ার পর এই সুরক্ষার হার বেড়ে দাঁড়ায় ৮৮ শতাংশ এবং অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে ৬০ শতাংশ। মূল ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টার বিরুদ্ধে ভ্যাকসিনে অ্যান্টিবডি কম উৎপাদন হলেও মোটামুটি কার্যকর সুরক্ষা পাওয়া যায়।

/এএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
আরও ৮ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা