X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চড়ের পর এবার ম্যাক্রোঁর গায়ে ডিম নিক্ষেপ (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৮

ফ্রান্সের লিও শহরে এক খাবার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এটি তার গায়ে আঘাতও করে। সোমবারের এই ঘটনা প্রসঙ্গে ফরাসি প্রকাশনা লিও ম্যাগের সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো বলেন, ‘আমার চোখের সামনেই ডিমটি প্রেসিডেন্টের ঘাড়ে পড়ার পর মেঝেতে পড়ে ফেটে যায়।’

সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইটারে প্রকাশ করেছে লিও ম্যাগ। এতে দেখা যায় ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ঘাড়ের ওপর কিছু একটা পড়লে তটস্থ হয়ে ওঠে সকলে। পরে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে আটক করতে দেখা যায় কর্মকর্তাকে।

ওই ঘটনার উদ্দেশ্য এখনও পরিস্কার নয়। সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো জানিয়েছেন তিনি এক তরুণকে ডিম ছুড়তে দেখেছেন তবে তাকে কোনও কিছু চিৎকার করে বলতে শোনেননি। তিনি জানিয়েছেন, নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ঘিরে ধরে সেখান থেকে নিয়ে যায়।

ঘটনার সময়ে প্রেসিডেন্টের সঙ্গে থাকা এলিসি প্রাসাদের এক মুখপাত্র দাবি করেছেন ঘটনাটির অতিরঞ্জিত করা হচ্ছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট প্রায় দুই ঘণ্টা হেঁটেছেন, তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে আর সবকিছু শান্ত ছিলো। এটা নিয়ে বলার কিছুই নেই কারণ এতে হাঁটারই কোনও সমস্যা হয়নি। আমি প্রেসিডেন্টের সঙ্গেই ছিলাম আমি বলতে পারি এটা কোনও খবরই নয়।’

প্রেসিডেন্ট প্রার্থী থাকার সময়ে ২০১৭ সালেও ইমানুয়েল ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে। সেসময় ডিমটি তার মাথায় ফেটে যায়। এই বছরের জুনে দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সে মানুষের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি তার গালে চড় বসিয়ে দেয়। ম্যাক্রোঁর নিরাপত্তা রক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে প্রেসিডেন্টকে সরিয়ে নিয়ে যায়।

ফ্রান্সের নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি আছে। এই সময়ে ভোটারদের কাছাকাছি যেতে চাইছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। গত জুনে আঞ্চলিক নির্বাচনে দুর্বল ফলাফল করে তার দল। আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিলো। তবে কম ভোট পড়ার দিকে ইঙ্গিত করে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।

/জেজে/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী