X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

রাষ্ট্রদূতদের ওপর ক্ষেপেছেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১৯:০৪আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৯:০৪

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান দশটি দেশের রাষ্ট্রদূতদের পক্ষ থেকে ওসমান কাভালার মুক্তির দাবি করায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এসব রাষ্ট্রদূতদের তুরস্কে জায়গা দেওয়া উচিত না। মুক্তি দাবি করা কূটনীতিকদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতিদাতা রাষ্ট্রদূতদের তলব করেছে। কাভালার মামলায় ন্যায়বিচার ও দ্রুত রায় ঘোষণার আহ্বান জানানো বিবৃতিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করা হয়েছে। দোষী সাব্যস্ত না হলেও ২০১৭ সাল থেকে কারাগারে রয়েছেন মানবপ্রেমী কাবালা।

২০১৩ সালে তুরস্কজুড়ে বিক্ষোভের মামলায় গত বছর বেকসুর খালাস পেয়েছিলেন কাভালা। কিন্তু এই বছর আগের রায়টি খারিজ করে দেওয়া হয়েছে এবং ২০১৬ সালের অভ্যুত্থান চেষ্টার মামলায় এটিকে অঙ্গীভূত করা হয়েছে। তিনি কোনও অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন।

এক বিবৃতিতে রাষ্ট্রদূতেরা কাভালার মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

রাষ্ট্রদূতদের এমন পদক্ষেপের পর ক্ষুব্ধ এরদোয়ান বলেন, আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি: আমাদের দেশে তাদের জায়গা দেওয়ার মতো বিলাসিতার সুযোগ আমাদের নেই। তুরস্ককে শেখানোর দায়িত্ব কী আপনাদের? নিজেদের কী ভাবেন আপনারা?

তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন না বলে যে অভিযোগ তা নাকচ করেছেন তিনি। বলেন, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীনতার একটি চমৎকার উদাহরণ।

রাষ্ট্রদূতদের বিরুদ্ধে তুরস্ক আর কোনও পদক্ষেপ গ্রহণ করবে কিনা জানতে চাইলে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাঞ্জু বিলজিক জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে আঙ্কারার এবং সময় আসলে তা গ্রহণ করা হবে।

এক ব্রিফিংয়ে তিনি বলেন, যেখানে নিয়োগ পেয়েছেন সেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো রাষ্ট্রদূতদের কাজ না। স্বাধীন দেশ হিসেবে উপযুক্ত মনে করলে যে কোনও পদক্ষেপ নিতে পারে তুরস্ক।

 

/এএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি