X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রিগোজিনকে সতর্ক করে যা বলেছিলেন লুকাশেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৩, ২৩:৫১আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২৩:৫১

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জীবন হুমকিতে ছিল উল্লেখ করে তাকে সতর্ক থাকতে বলেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। শুধু তাই নয়, তাকে সতর্ক করে বেলারুশে অবস্থান করতে বলেছিলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার রাশিয়ায় একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এটির আরোহীর তালিকায় নাম রয়েছে প্রিগোজিনের। বিধ্বস্ত হওয়া বিমানের ওই ১০ যাত্রীর লাশ উদ্ধার করার দাবি করেছেন রুশ কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, প্রিগোজিন মারা গেছেন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিনসহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, আমি তাকে দুই বার সতর্ক করেছিলাম। তিনি দুইবারই বিষয়টি নাকচ করেন।

তিনি বলেছেন, জুন মাসে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ওয়াগনারের বিদ্রোহের সময় প্রথমবার প্রিগোজিনকে সতর্ক করেছিলেন। বলেছিলেন, তিনি মস্কোর দিকে অগ্রসর হলে মৃত্যুর আশঙ্কা সম্ভাবনা আছে। এর জবাবে প্রিগোজিন বলেছিলেন, ভয় পাই না, আমি মরব।

পরে প্রিগোজিন ও একই ফ্লাইটে থাকা ওয়াগনার  কমান্ডার দিমিত্রি উটকিন লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখনও তিনি উভয়কে সতর্ক করে বলেছিলেন, সাবধান।

বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টার খবরে উদ্ধৃত লুকাশেঙ্কোর কথা থেকে স্পষ্ট নয় এই আলাপ ঠিক কখন হয়েছিল।

লুকাশেঙ্কো আরও বলেন, আমি পুতিনকে চিনি ও জানি। তিনি খুব বিবেচক ও শান্ত প্রকৃতির মানুষ। আমি কল্পনাও করতে পারি না পুতিন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় পুতিনকে দায়ী করা হবে খুব রূঢ় ও অপেশাদার কাজ।

লুকাশেঙ্কো বলেন, ওয়াগনার যোদ্ধারা বেলারুশেই থাকবে। বেলারুশে ওয়াগনার ছিল ও থাকবে। যতদিন আমাদের এই ইউনিটের প্রয়োজন হবে, তারা আমাদের সঙ্গে থাকবে ও কাজ করবে।

ক্রেমলিন শুক্রবার বলেছে, পশ্চিমারা প্রিগোজিনকে পুতিনের আদেশে হত্যা করা হয়েছে যে অভিযোগ করেছে ‘চরম মিথ্যা’।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন