রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ গড়ালো ৫৮৬ দিনে। এই লড়াইয়ে কোনও পক্ষই ছেড়ে কথা বলছে না। ফলে সময়ের সঙ্গে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে। এই বাস্তবতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বিজয় আসবেই।’
ইউক্রেনীয় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিরক্ষা দিবসে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে জেলেনস্কি যুদ্ধ অব্যাহত থাকায় ‘ঐক্য ও আশাবাদ’ এর ওপর জোর দেন।
তিনি বলেছেন, ‘আমাদের ঐক্য অবশ্যই আমাদের ভূখণ্ড থেকে দখলদারদের বিতাড়িত করতে সক্ষম হবে।’
ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনীকে পরাজিত করতে কয়েক মাস পাল্টা আক্রমণ চালাচ্ছে কিয়েভ। হামলায় মস্কোর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে জেলেনস্কির প্রতিরক্ষা বাহিনী। সামরিক সরঞ্জাম, গোলাবারুদ ও খাদ্য সংকটে রুশ সেনারা। কিন্তু রাশিয়ার দাবি, ইউক্রেনের চলমান পাল্টা হামলা পুরোপুরি ব্যর্থ।
সূত্র: সিএনএন