X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে বিমান হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের ৯ দেশের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৯

মিয়ানমারে বেসামরিকদের ওপর জান্তা বাহিনীর নির্বিচার বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৯ সদস্য দেশ। সোমবার (৬ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীকে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মিয়ানমারে একটি শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আঞ্চলিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। এই বৈঠকে জাতিসংঘের এক দূত ব্রিফ করেন। এর আগেই, জান্তাদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে ওই নয় সদস্য দেশ।

ক্ষমতা দখলের পর পরই ২০২১ সালের এপ্রিলে মিয়ানমারে শান্তি স্থাপনের জন্য আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) একটি শান্তি পরিকল্পনা গ্রহণ করে। আসিয়ান-এর বিশেষ দূতের মধ্যস্ততায় এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এ সহিংসতা অবিলম্বে বন্ধ করার চেষ্টা করা হয়। এমনকি আসিয়ান চ্যানেলের মাধ্যমে মানবিক সহায়তার ব্যবস্থা করতে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে দেখা করতে বিশেষ ওই দূতকে মিয়ানমার সফরেও পাঠানো হয়। তবে এতে এখন পর্যন্তও এ সংঘাত বন্ধ বা কমে যাওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

চলতি বছরের মিয়ানমারে আসিয়ানের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন লাওসের প্রবীণ কূটনীতিক আলুনকিও কিত্তিখৌন। তিনি জাতিসংঘের একজন সাবেক রাষ্ট্রদূতও। সোমবারের রুদ্ধদ্বার কাউন্সিল সভায় তিনি ১০ সদস্যের জোট আসিয়ান-এর পক্ষে ভাষণ দিয়েছেন। বৈঠক নিয়ে নাম প্রকাশ না করার শর্তে পরিষদের এক কূটনীতিক জানিয়েছেন, অব্যাহত ‘শান্ত কূটনীতি’র মাধ্যমে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে আসিয়ানের ‘পাঁচ-দফা ঐকমত্য’ বাস্তবায়নে প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন কিত্তিখৌন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সভার আগে একটি বিবৃতি পাঠ করছিলেন ব্রিটেনের জাতিসংঘের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। ওই বিবৃতিটি মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে ‘বিশেষ করে, বেসামরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার জন্য’ আসিয়ানের আহ্বানকেই প্রতিধ্বনিত করেছিল। এসময় ১৫ কাউন্সিল সদস্যের মধ্যে ৯ জন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বারবারাকে সমর্থন জানিয়েছিলেন।

নিরাপত্তা পরিষদের ৯ দেশ মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়েও ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। সংখ্যালঘু রোহিঙ্গা গোষ্ঠীটি সেখানে কয়েক দশক ধরেই পদ্ধতিগত বৈষম্যের সম্মুখীন হচ্ছে। স্বাধীনভাবে চলাফেরায় বিধিনিষেধ আরোপের সঙ্গে এখন ওষুধ ও চিকিৎসা সেবার প্রবেশাধিকার নিয়েও লড়াই করছেন।

৯টি দেশ বলেছে, মিয়ানমারে মানবাধিকার, মৌলিক স্বাধীনতা, আইনের শাসন এবং জনগণের ‘গণতান্ত্রিক ইচ্ছা ও স্বার্থ’কে সম্মান রক্ষায় জাতিসংঘের প্রস্তাবের অগ্রগতির অভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা।

কাউন্সিলের কূটনীতিক বলেছিলেন, বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর লড়াই, রাখাইনে নৃশংসতার ঝুঁকি এবং আরও বেশি মানবিক সহযোগিতা পাওয়ার প্রয়োজনীয়তার সঙ্গে দেশজুড়ে ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়েই ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন সবাই। তবে এই সংঘাত বন্ধে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে সোমবারের বৈঠকেও কোনও ঐকমত্য আসেনি।

/এএকে/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে