X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে পুরনো সাঁজোয়া যান পাঠাবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ২০:০৪আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২০:১২

ইউক্রেনকে শত শত পুরনো সাঁজোয়া যান ও আকাশে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্র পাঠাবে ফ্রান্স। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য এই অস্ত্র পাঠানো হবে বলে রবিবার (৩১ মার্চ) জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্রান্সের একটি সংবাদমধ্যম লা ট্রিবিউন দিমাঞ্চ-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেকর্নু বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর নতুন সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই সহায়তা প্যাকেজে পুরানো সব ফরাসি সামরিক সরঞ্জাম থাকবে। যা এখনও কার্যকরী।

লেকর্নু বলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই অস্ত্রগুলো ইউক্রেনীয় বাহিনীর প্রয়োজন। সামরিক বাহিনী গতিশীল করতে এই অস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা লালন করবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে ও ২০২৫ সালের প্রথম দিকে ইউক্রেনকে শত শত সাঁজোয়া গাড়ি (ভিএবি) সরবরাহ করার কথা ভাবছে ফ্রান্স।

লেকর্নু জানিয়েছেন, শত শত ভিএবি-কে নতুনভাবে প্রস্তুত করছে ফরাসি সেনাবাহিনী। এই সাঁজোয়া গাড়িগুলো  ১৯৭০ দশকে প্রথম ব্যবহার করা হয়েছিল।

তিনি আরও বলেন, ইউক্রেনকে দেওয়ার জন্য অস্টার ৩০ ক্ষেপণাস্ত্রের একটি নতুন ব্যাচ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স।

১২০ কিলোমিটারের মধ্যে যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম এই অস্টার ৩০ ক্ষেপণাস্ত্র।

লেকর্নু বলেন, ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। তাই ইউক্রেনের স্থল ও আকাশ পথে প্রতিরোধ গড়ে তুলতে এই অস্ত্রগুলো জরুরিভিত্তিতে প্রয়োজন।

লেকর্নু বলেন, ফ্রান্সের সরকারি প্রতিরক্ষা ক্রয় সংস্থা ডিরেকশন জেনারেল ডি ল'আর্মমেন্ট (ডিজিএ)-কে অস্টার ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়াতে বলা হয়েছে। এটি ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা সংস্থা (এমবিডিএ) প্রস্তুত করবে।

গত মাসে ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেনে সেনা পাঠানোর পরামর্শ দিয়েছেন ম্যাক্রোঁ। যদিও মিত্ররা এ বিষয়ে একমত হয়নি।

এদিকে, রবিবার সকালে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাতভর বিমান হামলা চালিয়ে ইউক্রেনে ১৬টি ক্ষেপণাস্ত্র এবং ১১টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া।

/এসএইচএম/
সম্পর্কিত
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা