X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া নিয়ে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১৭:০৯আপডেট : ০৯ মে ২০২৪, ১৮:০৮

কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া অস্বাভাবিক কিছু নয়। এটি সম্পূর্ণ পরিকল্পিত। বৃহস্পতিবার (৯ মে) এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর  জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্রের অনুশীলনে অস্বাভাবিকতার কিছুই নেই। এটি একটি পরিকল্পিত কাজ। ৭ মে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এ কথা বলেন তিনি।

বেলারুশকে পরামর্শ দিয়ে পুতিন বলেন, রাশিয়ার পারমাণবিক মহড়ায় অংশ নিয়েছে বেলারুশ। আমরা সবসময় তাদেরকে সঙ্গে রাখি।

পুতিন আরও বলেন, এই মহড়া তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে। এর দ্বিতীয় ধাপে বেলারুশিয়ান সহকর্মীরা যৌথ মহড়ায় যোগদান করবেন।

বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, এটি তৃতীয় প্রশিক্ষণ অনুশীলন। রাশিয়ায় আমাদের বেশ কয়েকজন কর্মী রয়েছেন। তাই আমরা রাশিয়ার সঙ্গে মিলে কাজ করছি।

তিনি আরও বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, কর্মীরা এরই মধ্যে নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন।

রাশিয়া সোমবার বলেছে, সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুশীলন করবে তারা। ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকির কথা বলে এই মহড়া চালাচ্ছে দেশটি।

এছাড়া সোমবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সামরিক মহড়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র থাকবে। পশ্চিমাদের উসকানিমূলক হুমকির পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এদিকে, মঙ্গলবার কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে বেলারুশ। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া ঘোষণার একদিন পরই পারমাণবিক মহড়া শুরু করেছে দেশটি।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিন বলেন, ইস্কান্দার স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের একটি ইউনিট ও সু-২৫ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন এই মহড়ায় অংশ নেবে।

তিনি আরও বলেন, মঙ্গলবার পুতিনের পঞ্চম মেয়াদে অভিষিক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রুশ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে যৌথভাবে কাজ শুরু করেছি।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তনিহতদের মরদেহ উদ্ধার
ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট চলছে
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
সর্বশেষ খবর
ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
‘লক্ষাধিক টাকার ঘড়ি-সানগ্লাস পরে রিকশাচালকদের কষ্ট কী করে বুঝবেন’
‘লক্ষাধিক টাকার ঘড়ি-সানগ্লাস পরে রিকশাচালকদের কষ্ট কী করে বুঝবেন’
নিয়মিত অধিনায়ককে বিশ্রামে রেখে প্রোটিয়াদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ 
নিয়মিত অধিনায়ককে বিশ্রামে রেখে প্রোটিয়াদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ 
রিকশা ও অটোরিকশার সমাধান হতে হবে বাংলাদেশি মডেলেই
রিকশা ও অটোরিকশার সমাধান হতে হবে বাংলাদেশি মডেলেই
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড