X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া নিয়ে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১৭:০৯আপডেট : ০৯ মে ২০২৪, ১৮:০৮

কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া অস্বাভাবিক কিছু নয়। এটি সম্পূর্ণ পরিকল্পিত। বৃহস্পতিবার (৯ মে) এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর  জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্রের অনুশীলনে অস্বাভাবিকতার কিছুই নেই। এটি একটি পরিকল্পিত কাজ। ৭ মে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এ কথা বলেন তিনি।

বেলারুশকে পরামর্শ দিয়ে পুতিন বলেন, রাশিয়ার পারমাণবিক মহড়ায় অংশ নিয়েছে বেলারুশ। আমরা সবসময় তাদেরকে সঙ্গে রাখি।

পুতিন আরও বলেন, এই মহড়া তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে। এর দ্বিতীয় ধাপে বেলারুশিয়ান সহকর্মীরা যৌথ মহড়ায় যোগদান করবেন।

বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, এটি তৃতীয় প্রশিক্ষণ অনুশীলন। রাশিয়ায় আমাদের বেশ কয়েকজন কর্মী রয়েছেন। তাই আমরা রাশিয়ার সঙ্গে মিলে কাজ করছি।

তিনি আরও বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, কর্মীরা এরই মধ্যে নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন।

রাশিয়া সোমবার বলেছে, সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুশীলন করবে তারা। ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকির কথা বলে এই মহড়া চালাচ্ছে দেশটি।

এছাড়া সোমবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সামরিক মহড়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র থাকবে। পশ্চিমাদের উসকানিমূলক হুমকির পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এদিকে, মঙ্গলবার কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে বেলারুশ। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া ঘোষণার একদিন পরই পারমাণবিক মহড়া শুরু করেছে দেশটি।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিন বলেন, ইস্কান্দার স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের একটি ইউনিট ও সু-২৫ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন এই মহড়ায় অংশ নেবে।

তিনি আরও বলেন, মঙ্গলবার পুতিনের পঞ্চম মেয়াদে অভিষিক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রুশ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে যৌথভাবে কাজ শুরু করেছি।

/এসএইচএম/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন