আমস্টারডাম শুক্রবার (৮ নভেম্বর) থেকে তিন দিনের জন্য বিক্ষোভ নিষিদ্ধ করেছে। কারণ বৃহস্পতিবার রাতে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা চালায় কিছু ‘ইহুদি বিরোধী আক্রমণকারী গোষ্ঠী’। ইসরায়েল তাদের সমর্থকদের দেশে ফিরিয়ে আনার জন্য নেদারল্যান্ডসে বিমান পাঠিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শহরের মেয়র ফেমকে হালসেমা বলেন, ‘ম্যাকাবি তেল আভিভ’ দলের সমর্থকরা শহরের চারপাশে আক্রমণের শিকার হয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা পুলিশ তাদের রক্ষা করে এবং হোটেল পর্যন্ত পৌঁছে দেয়। কমপক্ষে পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলোতে দাঙ্গা পুলিশের তৎপরতা দেখা যায় এবং কিছু আক্রমণকারীকে ইসরায়েলবিরোধী গালিগালাজ করতে শোনা যায়।
তবে ম্যাকাবি তেল আভিভ সমর্থকদেরও ম্যাচের আগেই কিছু আরববিরোধী স্লোগান দিতে দেখা গেছে।
গত বছর অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলি আক্রমণ শুরুর কারণে নেদারল্যান্ডে ইহুদি বিরোধীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেক ইহুদি সংগঠন এবং স্কুল হুমকি ও ঘৃণামূলক মেইল পাওয়ার কথা জানিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সমর্থকদের ফিরিয়ে আনার জন্য নেদারল্যান্ডে বিমান পাঠিয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জরুরি বৈঠকের জন্য আমস্টারডাম পৌঁছান।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আমস্টারডামে সকল বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশকে জরুরি অবস্থা অনুযায়ী তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে। আমস্টারডামের এই সহিংসতা গাজা-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে গভীর ক্ষোভ প্রকাশ করেছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলের আগ্রাসনে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং লাখ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছে।