রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন প্রচেষ্টা চালাতে রাজি হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকের পর মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা আলোচনা থেকে বাদ পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, উভয় পক্ষ উচ্চ পর্যায়ের দল গঠন করে একটি টেকসই সমাধানের পথ খুঁজতে কাজ করবে।
রুশ আলোচক ইউরি উশাকভ বলেন, যেসব বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম, সেসব নিয়েই গঠনমূলক আলোচনা হয়েছে।
তবে, বৈঠকের মধ্যেই মস্কো নতুন শর্ত সামনে এনেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, শুধু ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ না দেওয়াই যথেষ্ট নয়। ২০০৮ সালে বুখারেস্ট শীর্ষ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিও নাকচ করতে হবে। ওই সময় ইউক্রেনকে ভবিষ্যতে সদস্য করার কথা বলা হয়েছিল।
এ নিয়ে ইউক্রেন, ন্যাটো বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন, ন্যাটো সদস্যপদই তার দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার একমাত্র গ্যারান্টি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি চান। মুখপাত্র ব্রুস বলেন, যুক্তরাষ্ট্র শান্তি চায় এবং বৈশ্বিক নেতৃত্বের মাধ্যমে তা অর্জন করতে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র নেতা, যিনি রাশিয়া-ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে পারেন।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাব্য শর্ত নিয়েও আলোচনা হয়েছে। তবে তা শিগগিরই হবে না।