X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

ইউক্রেন যুদ্ধের অবসানে কাজ করতে রাজি রাশিয়া ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮

রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন প্রচেষ্টা চালাতে রাজি হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকের পর মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা আলোচনা থেকে বাদ পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, উভয় পক্ষ উচ্চ পর্যায়ের দল গঠন করে একটি টেকসই সমাধানের পথ খুঁজতে কাজ করবে।

রুশ আলোচক ইউরি উশাকভ বলেন, যেসব বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম, সেসব নিয়েই গঠনমূলক আলোচনা হয়েছে।

তবে, বৈঠকের মধ্যেই মস্কো নতুন শর্ত সামনে এনেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, শুধু ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ না দেওয়াই যথেষ্ট নয়। ২০০৮ সালে বুখারেস্ট শীর্ষ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিও নাকচ করতে হবে।  ওই সময় ইউক্রেনকে ভবিষ্যতে সদস্য করার কথা বলা হয়েছিল।

এ নিয়ে ইউক্রেন, ন্যাটো বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন, ন্যাটো সদস্যপদই তার দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার একমাত্র গ্যারান্টি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি চান। মুখপাত্র ব্রুস বলেন, যুক্তরাষ্ট্র শান্তি চায় এবং বৈশ্বিক নেতৃত্বের মাধ্যমে তা অর্জন করতে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র নেতা, যিনি রাশিয়া-ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে পারেন।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাব্য শর্ত নিয়েও আলোচনা হয়েছে। তবে তা শিগগিরই হবে না।

 

/এএ/
সম্পর্কিত
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে অবাস্তব বলেছে যুক্তরাষ্ট্র 
ক্রমবর্ধমান ‘ইসলামবিদ্বেষের’ বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রাশিয়াসহ ৪৩টি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
সর্বশেষ খবর
৫ হাজার টাকা ছিনিয়ে নিতে রেজাউলকে হত্যা করে কলার বাগানে রেখে যায় তারা
৫ হাজার টাকা ছিনিয়ে নিতে রেজাউলকে হত্যা করে কলার বাগানে রেখে যায় তারা
সংস্কারের টাইমফ্রেম নিয়ে কথা হয়নি: মির্জা ফখরুল
সাত দলের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠকসংস্কারের টাইমফ্রেম নিয়ে কথা হয়নি: মির্জা ফখরুল
বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক
মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক