যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির আশা করছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এই সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
উইটকফ বলেন, আমাদের আশা, আমরা সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি করতে যাচ্ছি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সত্যিই আশাবাদী। সব লক্ষণই খুবই ইতিবাচক।
উইটকফ জানান, আলোচনার টেবিলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের জন্য নিরাপত্তা প্রোটোকল এবং আঞ্চলিক ইস্যু। এছাড়া, এই সপ্তাহের বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময় নিয়েও আলোচনা হবে বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষামূলক প্রয়োজনে যুক্তরাষ্ট্র কখনোই গোয়েন্দা তথ্য বন্ধ করেনি।
গাজা নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার ঠিক আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ এসব কথা বলেন। তার এই মন্তব্য ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গত কয়েক বছর ধরে জটিল হয়ে উঠেছে। রাশিয়ার সঙ্গে উত্তেজনা এবং ইউক্রেনের অভ্যন্তরীণ সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে খনিজসম্পদ চুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।