রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘একেবারে পাগল’ বলে অভিহিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মন্তব্যের জবাবে মস্কো বলেছে, এটা একটা আবেগতাড়িত সময়, সবাই আবেগে কথা বলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, এটা নির্বাচনের বছর, সবাই আবেগী হয়ে পড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। তাই এসব মন্তব্যকে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই।
রাশিয়ার চলমান ‘বিশেষ সামরিক অভিযান’ এবং ইউক্রেন যুদ্ধকে ঘিরে পশ্চিমা নেতাদের মন্তব্য নিয়ে ট্রাম্প একাধিকবার সরব হয়েছেন। সম্প্রতি এক প্রচারসভায় রিপাবলিকান দলীয় এই নেতা বলেন, ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। আমি তাকে ভালো করেই চিনি।
পুতিনের বিরুদ্ধে এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক বিভক্তি বেড়েই চলেছে। ট্রাম্পের দাবি, বর্তমান বাইডেন প্রশাসনের ‘দুর্বল নেতৃত্ব’ রাশিয়াকে আগ্রাসনে উৎসাহিত করেছে।
ক্রেমলিন যদিও ট্রাম্পের কটাক্ষকে প্রত্যাখ্যান করেছে, তবে তারা সরাসরি তার নাম নেয়নি। পেসকভ বলেন, আমরা দেখেছি বিভিন্ন মন্তব্য আসছে, কিন্তু সবকিছু নিয়ে প্রতিক্রিয়া জানানো আমাদের কাজ নয়।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, তিনি আবার মার্কিন প্রেসিডেন্ট হলে ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যেই থামাতে পারবেন।