X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক আশ্রয় আইন পরিবর্তন করছে ইউরোপীয় ইউনিয়ন

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৬, ২১:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২১:৪৩

দীর্ঘ প্রতীক্ষিত  ইউরোপীয়ান রাজনৈতিক আশ্রয় আইনের প্রস্তাব উন্মোচিত হতে যাচ্ছে। গত বছর ১.১ মিলিয়ন শরণার্থী ইউরোপে প্রবেশের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ আইনটি পরিবর্তনে জোর দিয়ে আসছিল। ইইউ কর্তৃপক্ষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পরিবর্তিত আইনের প্রস্তাব উত্থাপন করবেন।

রাজনৈতিক আশ্রয় আইন পরিবর্তন করছে ইউরোপীয় ইউনিয়ন

বর্তমানে যে রাজনৈতিক আশ্রয়ের আইন রয়েছে তা ডাবলিন রেগুলেশন হিসেবে পরিচিত। ১৯৯০ সাল থেকে এ আইন কার্যকর আছে। রাজনৈতিক আশ্রয় প্রার্থী শরণার্থীদের এই আইনের শর্তাবলী পূরণ করতে হয়।

পরিবর্তিত আইনটি গত কয়েক বছর ধরে আটকে ছিল। গত বছরের আগস্টে জার্মান চ্যান্সেল অ্যাঞ্জেলো মের্কেল প্রস্তাবটি চূড়ান্ত করেন। ওই সময় তিনি বলেছিলেন, সিরিয়ার সব শরণার্থী জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পাওয়ার দাবি করতে পারবেন।

বুধবার ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রকাশ করা একটি পলিসি পেপারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, বর্তমান শরণার্থী ও অভিবাসী সংকটে মূলে রয়েছে ইউরোপীয় রাজনৈতিক আশ্রয় ও অভিবাসন নীতির দুর্বলতা ও তা যথাযথভাবে বাস্তবায়ন করতে না পারা।

তবে যুক্তরাজ্য ডাবলিন রেগুলেশন বাস্তবায়নে সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছে।

ইউরোপীয়ান কমিশন দুটি প্রস্তাব উত্থাপন করবে। প্রস্তাবিত আইনটি পাস হতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র ও ইউরোপীয়ান পার্লামেন্টে অনুমোদিত হতে হবে।

প্রথম প্রস্তাবে বলা হয়েছে, ডাবলিন রেগুলেশনের অনেক কিছু বাদ দেওয়া হবে এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সামর্থ্য ও সম্পদের ওপর ভিত্তি করে ভাগ করে দেওয়া হবে।

দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, ডাবলিন রেগুলেশনকে বহাল রাখা হবে। তবে তাতে যুক্ত করা হবে শরণার্থীদের বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে যাতে প্রবেশ পথের কাছাকাছি থাকা দেশগুলো সংকটে না পড়ে। দ্বিতীয় প্রস্তাবটির সঙ্গে সর্বশেষ ইইউ’র চুক্তির সামঞ্জস্য রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা